ঢাকা, ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় খেলনা পিস্তলসহ ভুয়া র‌্যাব আটক

শরীয়তপুর প্রতিনিধি
২২ মে ২০২৫, বৃহস্পতিবার

পদ্মা সেতু দক্ষিন এলাকায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত এক ভুয়া র‌্যাব আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা খেলনা পিস্তল-আইডি কার্ড উদ্ধার করা হয়। গতকাল সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে একটি মাইক্রোবাসকে থামতে নির্দেশ দিলে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দেন এবং জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে। পরবর্তীতে তিনি পুলিশ সদস্যদের একটি র‌্যাবের পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্রটি যাচাই করতে শুরু করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তা ভুয়া মনে হলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এ অবস্থায় মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটককৃত মো. আশিকুর রহমান (৩২) রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সেনাবাহিনী থেকে তিনি পূর্বে বরখাস্ত হয়েছেন এবং বর্তমানে কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে আরো পাঁচজন ব্যক্তি ছিলেন। তারা হলেন- জুয়েল (৩৮), ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) এবং রফিকুল (২৮)। ঘটনাস্থল থেকে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। আশিকুর র বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নকিব আকরাম হোসেন মানবজমিনকে বলেন, একজন সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্যক্তি ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশ সদস্যদের বুদ্ধিমত্তার কারণে তিনি ধরা পড়েন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status