বাংলারজমিন
ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
২২ মে ২০২৫, বৃহস্পতিবারগাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটির ইউনিয়নের মধ্যে ছয়জন ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে উপজেলার হেডকোয়ার্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কঞ্চিপাড়ার সোহেল রানা শালু, উড়িয়ার গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়ার খোরশেদ আলম, ফুলছড়ির আজহারুল ইসলাম, এরেন্ডবাড়ীর আব্দুল মান্নান আকন্দ ও ফজুলপুর ইউপির আনিছার রহমান। সবাই আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার তারা সবাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদেরকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন, বিশেষ অভিযানে ফুলছড়ি থানা পুলিশ ছয়জন চেয়ারম্যানকে আটক করে সদর থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।