বাংলারজমিন
ধুনটে ভূমিহীনদের উচ্ছেদ করে সরকারি জায়গা দখলের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি
২২ মে ২০২৫, বৃহস্পতিবারবগুড়ার ধুনট উপজেলায় সরকারি জায়গা থেকে ভূমিহীন পরিবারের বাড়িঘর উচ্ছেদ করে অবৈধভাবে দখলে নেয়ার অভিযোগ উঠেছে শাহীন আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। শাহীন আলম উপজেলার বিষ্ণুপুর গ্রামের আলতাব আলীর ছেলে। জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামে ৮ একর ৭৯ শতাংশ সরকারি সম্পত্তি ও একটি পুকুর রয়েছে। ওই পুকুরের পাড়ে ১০টি ভূমিহীন পরিবার বসবাস করতো। এ অবস্থায় তিন বছর আগে বিগত সরকারি দলের নাম ভাঙিয়ে শাহীন আলম ভুয়া কাগজপত্র তৈরি করে পুরো সরকারি সম্পত্তি বেদখল করে। এরপর নির্যাতন চালিয়ে পুকুরের পাড় থেকে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করেছে। শাহীন আলমের নির্যাতনের পরও এখনও ৪টি পরিবার পুকুরের পাড়ে বসবাস করছে। এই ৪ পরিবারকে উচ্ছেদের হুমকি দিচ্ছে। এছাড়া সে পুকুরের পাড় থেকে প্রায় ২০ লাখ টাকার গাছ বিক্রি করেছে। বিগত সরকারের সময়ে শাহীন আলমের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ গ্রহণ করেনি প্রশাসন। বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তনের কারনে পরিবারগুলো ১৯শে মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তারা শাহীনের কাছ থেকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করে ভূমিহীনদের পুনর্বাসনের দাবি করেন। এ বিষয়ে শাহীন আলম বলেন, আমার বাপ-দাদার সম্পতি ভূলক্রমে খাস খতিয়ানভুক্ত হয়েছিল। আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাগজপত্র ঠিক করে জায়গা বুঝে নিয়েছি। অবৈধভাবে কোন সরকারি সম্পত্তি দখল করা হয়নি। স্থানীয় একটি মহল আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিস্টোফার হিমেল রিছিল বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।