বাংলারজমিন
সিলেটে যুবলীগ কর্মীকে কুপিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ মে ২০২৫, বৃহস্পতিবারসিলেটের হেতিমগঞ্জে মেহেদী নামের এক যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-নাশকতার অভিযোগে হওয়া এক মামলায় গত ৫ই আগস্ট পরবর্তী সময়ে গ্রেপ্তার হন মেহেদী। প্রায় দেড় মাস আগে তিনি জামিনে মুক্তি পান। স্বজনরা জানিয়েছেন- রাতে হেতিমগঞ্জ বাজারে একটি দোকানের সামনে গিয়ে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত মেহেদীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীদের সহযোগিতায় পাশেই অন্তত দু’টি সিএনজিচালিত অটোরিকশায় আরও কয়েকজন দুর্বৃত্ত ছিল। তারা একপর্যায়ে মেহেদীকে মৃত ভেবে ফেলে চলে যায়। মেহেদীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত ও শরীরে প্রচুর ধারালো আঘাতের চিহ্ন আছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানিয়েছেন- ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।