বাংলারজমিন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কর্মশালা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২২ মে ২০২৫, বৃহস্পতিবারগাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি এর ষষ্ঠ প্রাণিকল্যাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যার উদ্দেশ্য ছিল পশুর আচরণ ও কল্যাণ বিষয়ে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা তৈরি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালনকে উৎসাহিত করা। গতকাল সকালে ওপেন ফিলানথ্রপির অর্থায়নে এবং গাকৃবির ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবি’র ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। কর্মশালায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, ঢাকা, থেকে আগত গবেষক, শিক্ষক, পলিসি মেকার ও পশুস্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবীরা।