বাংলারজমিন
‘জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করতে চাই’
রাজবাড়ী প্রতিনিধি
২১ মে ২০২৫, বুধবার
রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, আমি অত্যন্ত সাধারণ পরিবারের একজন সন্তান, আমি অতি সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো অপরাধীর স্থান এ জেলায় হবে না, জনগণের সেবক হয়ে দায়িত্ব পালন করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আমার প্রথম ও প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। প্রত্যেকের ব্যক্তি নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ জনগণ যাতে করে তাদের মৌলিক অধিকারসমূহ স্বাধীনভাবে ভোগ করতে পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যেন অযথা হয়রানি ও মিথ্যা মামলার স্বীকার না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব এ কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব সহ জেলায় কর্মরত অর্ধশতাধিক কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম রাজবাড়ীতে যোগদানের পূর্বে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার (১২ই মে) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজবাড়ীতে যোগদান করেন। মো. কামরুল ইসলাম ২৫তম বিসিএস ক্যাডার হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রথম কর্মস্থলে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পিরোজপুর, ভোলা এবং খুলনা মেট্রোপলিটন এলাকায় সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।