ঢাকা, ২১ মে ২০২৫, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কালাইয়ে রাস্তার কাজ ফেলে ঠিকাদার উধাও

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
২১ মে ২০২৫, বুধবার

জয়পুরহাটের কালাইয়ে রাস্তার কাজ ফেলে ঠিকাদার উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার মাত্রাই ইউনিয়নের পার্বতীপুর-শিবসমুদ্র সড়কে উন্নয়নের আশ্বাসে শুরু হওয়া প্রকল্পটি। এটি এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ দেড় বছর ধরে ইট বিছানো রাস্তাটি খুঁড়ে ফেলে রেখে উধাও হয়ে গেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। 
জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বতীপুর-শিবসমুদ্র ইট বিছানো সড়কের উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। ইজিপি টেন্ডারের মাধ্যমে প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকায় কাজটি পান মেসার্স আমান ট্রেডিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ২০শে আগস্টের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কাজের মেয়াদ বাড়িয়ে এখন পর্যন্ত প্রকল্পের অর্ধেক কাজও সম্পন্ন হয়নি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাস্তাটির ইট তুলে অর্ধ কিলোমিটার পর্যন্ত খুঁড়ে রাখা হয়। এরপর থেকেই কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে রাস্তা হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়ক জুড়ে জমে থাকা পানি ও কর্দমাক্ত অবস্থায় পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষ নানাভাবে চরম বিপাকে পড়ছেন।
সরজমিন দেখা যায়, মাটির স্তূপ রাস্তার দুই পাশে ফেলে রাখায় সেটি ড্রেনের রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। শুকনো মৌসুমে ওই রাস্তায় ধুলার ঘনঘটা আবার বর্ষায় সৃষ্টি হয় কাদা-পানির যন্ত্রণা। এলাকাবাসীর অভিযোগ, এলজিইডির কিছু কর্মকর্তার গাফিলতি ও ঠিকাদারের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নয়নের নামে রাস্তা খুঁড়ে ফেলে রেখে এখন এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগে ফেলা হয়েছে। 
স্থানীয় শহিদুল ইসলাম জানান, তিনি প্রতিদিন ব্যবসায়িক কাজে ৮-১০ বার যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থায় তার ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। তাতে পণ্য পরিবহনে আগের তুলনায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। এ যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জোবেদা বেগম বলেন, আমার ছেলে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো। বাধ্য হয়ে গাড়িটাই বিক্রি করতে হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মেসার্স আমান ট্রেডিং’র ম্যানেজার আজিজুল হক বলেন, রাস্তাটি নিয়ে কিছু অফিসিয়াল সমস্যা ছিল। এক সপ্তাহ আগে সমস্যার সমাধান হয়েছে। কাজ শুরুর সব প্রস্তুতি আমাদের আছে। ঈদের আগে অথবা পরেই কাজ শুরু করবো। তবে উপজেলা এলজিইডির প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, সড়কের নির্দিষ্ট দূরত্ব সংক্রান্ত অবস্থান নির্ধারণে কিছু জটিলতা দেখা দিয়েছিল। এ সমস্যার সমাধানে আমরা প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকায় পাঠিয়েছি। আশা করছি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। পাশাপাশি ঠিকাদারকে বারবার কাজ শুরু করার জন্য তাগিদ দেয়া হচ্ছে। অচিরেই কাজ শুরু হবে বলে আমরা আশাবাদী।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status