বাংলারজমিন
চকরিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২১ মে ২০২৫, বুধবারকক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফুল (৩৫) নামের এক জামায়াত নেতা খুন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমার কাটা সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় খায়রুল সিকদার (৩০) গুরুত্বর জখম হয়। নিহত আরিফুল হাসিমার কাটা সিকদার পাড়ার আলতাফ সিকদারের ছেলে ও কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর বায়তুলমাল সম্পাদক বলে সত্যতা নিশ্চিত করেন স্থানীয় জামায়াতের সহ-সভাপতি এইচএম হারুনুর রশিদ। থানা পুলিশ জানায়, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে কথাকাটাকাটি হয় একপর্যায়ে দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার রেশ ধরে সুজনের ছুরিকআঘাতে ঘটনাস্থলে আরিফুল খুন হয়। এছাড়া খায়রুল সিকদার নামে আরেকজন গুরুত্বর আহত হয়। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।