ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পাকিস্তানে নিরাপদে ‘বাংলাদেশ’ ইন্টারনেটও সচল

স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারmzamin

পাকিস্তানে নিরাপদে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ইন্টারনেটও সচল আছে। গতকালও টাইগাররা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। সেই অনুশীলনের ছবি ও ভিডিও ফুটেজও পাঠানো হয়েছে বাংলাদেশে। কোনো ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন বর্তমানে দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পাকিস্তান থেকে তিনি মুঠোফোনে দৈনিক মানবজমিনকে বলেন, ‘না এখানে কোনো সমস্যা নেই। ক্রিকেটাররা কেউই ইন্টারনেটের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন নয়। তারা অনুশীলন করেছে আমরা সেই ছবি ও ফুটেজ দেশে পাঠিয়েছি যদি নেটে সমস্যা থাকতো তাহলে তা পাঠাতাম কী করে। দলের সবাই নিরাপদ ও ভালো আছে।’ গুঞ্জন রয়েছে বাংলাদেশে সরকার বিরোধী ছাত্র-জনতার সফল আন্দোলনের পর তা অনুপ্রেরণা হিসেবে ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহ্‌রিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল জনতা।

বিজ্ঞাপন
এ অবস্থায় দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে মোবাইল ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম। এমন সংবাদে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশেও। জানা গেছে, কয়েজন ক্রিকেটারের সঙ্গে পরিবার যোগাযোগ করতে পারছে না। তবে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘আসলে এমন কোনো ঘটনা আমার জানা নেই। প্রয়োজন হলে ক্রিকেটারদের কল করে দেখতে পারেন। তারাতো প্রায় সবাই অনলাইনেই আছে।’ বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ই আগস্ট। কিন্তু দেশে অনুশীলনের পরিস্থিতি না থাকায় ১২ই আগস্ট উড়াল দেয় দল। ১৪ই আগস্ট আনুষ্ঠানিক অনুশীলনও করে লাল- সবুজের প্রতিনিধিরা। ২১শে আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০শে আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status