খেলা
পাকিস্তানে নিরাপদে ‘বাংলাদেশ’ ইন্টারনেটও সচল
স্পোর্টস রিপোর্টার
১৬ আগস্ট ২০২৪, শুক্রবারপাকিস্তানে নিরাপদে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ইন্টারনেটও সচল আছে। গতকালও টাইগাররা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। সেই অনুশীলনের ছবি ও ভিডিও ফুটেজও পাঠানো হয়েছে বাংলাদেশে। কোনো ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন বর্তমানে দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পাকিস্তান থেকে তিনি মুঠোফোনে দৈনিক মানবজমিনকে বলেন, ‘না এখানে কোনো সমস্যা নেই। ক্রিকেটাররা কেউই ইন্টারনেটের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন নয়। তারা অনুশীলন করেছে আমরা সেই ছবি ও ফুটেজ দেশে পাঠিয়েছি যদি নেটে সমস্যা থাকতো তাহলে তা পাঠাতাম কী করে। দলের সবাই নিরাপদ ও ভালো আছে।’ গুঞ্জন রয়েছে বাংলাদেশে সরকার বিরোধী ছাত্র-জনতার সফল আন্দোলনের পর তা অনুপ্রেরণা হিসেবে ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহ্রিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল জনতা।