বিশ্বজমিন
ক্ষমতাচ্যুত সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার দাবিতে চিঠি মার্কিন ৬ কংগ্রেসম্যানের
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন
পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দু’জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলিনের কাছে চিঠি লিখেছেন ৬ জন কংগ্রেসম্যান।এর মধ্যে সিনেট ফরেন রিলেশন্স কমিটির ডেমোক্রেট দলীয় সদস্য সিনেটর ভ্যান হোলেন বলেন, বাংলাদেশের যেসব নৃশংস দমনপীড়ন চালিয়েছেন তাদেরকে অবশ্যই জবাবদিহিতায় আনতে হবে। যেহেতু আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য অব্যাহতভাবে কাজ করছি, তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়, সম্প্রতি পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে গিয়েছেন শেখ হাসিনা। এরপর নতুন তত্ত্বাবধায়ক সরকার নিয়োগকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন। তাদের লক্ষ্য এশিয়ার এ দেশটিতে নির্বাচন অনুষ্ঠান করা।
সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট গ্রুপের জন্য উচ্চ মাত্রায় কোটা সংরক্ষিত রাখার বিরুদ্ধে গত মাসে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেই প্রতিবাদ ও সহিংসতা গ্রাস করে বাংলাদেশকে। এই প্রতিবাদ বিক্ষোভ আরও ভয়াবহ আকার ধারণ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে। এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবারের জন্য নির্বাচিত হন শেখ হাসিনা।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের শপথ নেয়াকে স্বাগত জানাই আমি। সবাইকে শান্ত থাকার এবং শান্তি বজায় রাখার যে আহ্বান তিনি (ড. ইউনূস) রেখেছেন, যুক্তরাষ্ট্র তা সমর্থন করে।
প্রতিবাদীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। তবে তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। শেখ হাসিনার বিদায়ে আন্দোলনরত ছাত্রজনতা তাদের দাবি আরো প্রসারিত করেছে। তারা বলেছে, শেখ হাসিনার সময়ে যেসব কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে তাদের অনেককে বিদায় নিতে হবে। ১৫ বছর শাসনের পর বাংলাদেশ ছেড়ে নয়া দিল্লি চলে গেছেন শেখ হাসিনা। তার পতনে মানুষ উল্লাস করেছে। সহিংসতাও হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা হয়েছে। তার পিতার মূর্তি ভাঙ্গা হয়েছে।