ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ১:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩২ অপরাহ্ন

mzamin

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ–সংক্রান্ত তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। 

সেগুলো হলো-

১. মন্ত্রিপরিষদ বিভাগ;

২. প্রতিরক্ষা মন্ত্রণালয়;

৩. সশস্ত্র বাহিনী বিভাগ;

৪. শিক্ষা মন্ত্রণালয়;

৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়;

৬. খাদ্য মন্ত্রণালয়;

৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়;

৮. ভূমি মন্ত্রণালয়;

৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়;

১০. কৃষি মন্ত্রণালয়;

১১, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়;

১২. রেলপথ মন্ত্রণালয়;

১৩, জনপ্রশাসন মন্ত্রণালয়;

১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়;

১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়;

১৬. পানি সম্পদ মন্ত্রণালয়;

১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়;

১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;

২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়;

২১. বাণিজ্য মন্ত্রণালয়; 

২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়;

২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়;

২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়;

২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়;

২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়;

২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 

সালেহ উদ্দিন আহমেদ 

১. অর্থ মন্ত্রণালয়; 

২. পরিকল্পনা মন্ত্রণালয়

 

ড . আসিফ নজরুল 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

 

আদিলুর রহমান খান 

শিল্প মন্ত্রণালয়

 

হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

 

মোঃ তৌহিদ হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয়

 

সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

 

শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ মন্ত্রণালয়

 

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

ড. আ. ফ. ম. খালিদ হোসেন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

 

ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 

নূরজাহান বেগম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 

মোঃ নাহিদ ইসলাম

 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

 

পাঠকের মতামত

১/১১-র কুশিলব সহ কয়েকজন আওয়ামী সরকারের প্রেত্মা আছে। যারা ছাত্র আন্দোলনের সময়ও অবৈধ প্রধানমন্ত্রীর পাশে থেকেছে, ছাত্রদের পাশে থাকেনি, আন্দোলন নিয়ে একটি কথাও বলেনি। এমন লোকদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে ছাত্রদের পক্ষে রাজপথে থেকেছে, নানাভাবে সহযোগিতা দিয়েছে, সহমর্মিতা দিয়েছে যেমন- ড. সলিমুল্লাহ খানসহ এ ধরনের আরও কয়েকজনকে উপদেষ্টা পরিষদে স্থান দেয়া হোক। পাশাপাশি স্বৈরাচারের প্রেতাত্মা জাতীয় পার্টি যাতে কোথাও থাকতে না পারে এবং আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।

Manzurul Alam
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৮:৩১ অপরাহ্ন

গত কয়েকদিন যাবত অপেক্ষায় ছিলাম —- হাসিনা যুগের সবচেয়ে নিরপেক্ষ সম্পাদক এবং ছাত্র জনতার বন্ধু হাসিনার অত্যাচারিত জনাব মতিউর রহমান চৌধুরী তথ্য উপদেষ্টা হিসাবে দেশ সেবার সুযোগ পাবেন বাস্তবে তা নাহওয়ায় হতাশ হলাম।

সামসুদিদন চৌধুরী কচি
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৬:২২ অপরাহ্ন

আল্লাহ্‌ তাদের সবাইকে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুণ

Matinur Chowdhury
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৬:১৭ অপরাহ্ন

আওয়ামী জঞ্জাল মুক্ত করে দ্রুত নির্বাচনের ব্যাবস্থা করুন

hetehagolnikono!!!
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৬:১৪ অপরাহ্ন

We don't want Shakhawat Hossain in the revolutionary government. Period! He is 'ঘরের শত্রু বিভীষণ'. He is one of those who supported 1/11 government which ultimately brought Hasina to power. Select one young revolutionist in lieu of him.

Nam Nai
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৬:০৪ অপরাহ্ন

২য় স্বাধীনতার ১ম সরকারের সফলতা কামনা করছি। দলান্ধদের ধারনা তিনি ছাড়া দেশ পরিচালনা করা অসম্ভব।

মো. শাহজাহান আলী খান
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৫:১৭ অপরাহ্ন

Congratulations sir. পুলিশের নাম বদলাইয়া দিন।নতুন নাম দেন "বাংলাদেশ সেবক বাহিনী "

Rabiul
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৫:১২ অপরাহ্ন

দুর্নীতিমুক্ত স্বাধীন বাংলাদেশ গঠনে অপরিহার্য পদক্ষেপ:- ১। সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঘুষ দেয়া বন্ধ করতে হবে। ২। সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঘুষ নেয়া বন্ধ করতে হবে। ৩। সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঘুষের দালালি তথা অন্য কারো জন্য ঘুষ গ্রহণ বন্ধ করতে হবে। এতে ঘুষ নেয়া এবং দেয়ার জন্য দ্বিগুন অপরাধ হয়। ৪। কেউ ঘুষ দাবি করলে সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং সেরকম ব্যবস্থা চালু হ‌ওয়া পর্যন্ত তথ্য প্রমাণ সংরক্ষণ করে জনগণের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে ঘুষ দেয়া থেকে বিরত থাকা। এক্ষেত্রে অপরাধী যেই হোক সমান দৃষ্টিতে বিচার করা এবং বিচার নিশ্চিত করা। স্বজনপ্রীতির মাধ্যমে কারো শাস্তি ম‌ওকুফের সুযোগ না দেয়া। ৫। সর্বনিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারী/ যে কোন বেসরকারি খাতের কর্মচারী/শ্রমিকের সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণ করা যাতে পিতা মাতা এবং নির্ভরশীল ভাই বোনসহ পরিবারের কমপক্ষে বার থেকে চৌদ্দ সদস্যের ব্যয় স্বাচ্ছন্দ্যে মিটানো যায়। ৬। সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের মধ্যে পার্থক্যের পরিমাণ যৌক্তিকতার সাথে নির্ধারণ করা। কোন প্রকার বৈষম্য না রাখা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৪ করা যেতে পারে। ২০ টি গ্রেড না রেখে ৪-৫ টি গ্রেড রাখা যেতে পারে। ৭। সরকারি বেসরকারি সকল পদায়নের ক্ষেত্রে তাঁর কর্মস্থল এবং নিজ বাড়ির মধ্যে নূন্যতম দূরত্ব নিশ্চিত করা। এক্ষেত্রে এই দূরত্ব অনুযায়ী অতিরিক্ত যাতায়াত ভাতা এবং ভ্রমণ ছুটির ব্যবস্থা রাখা, কমপক্ষে মাসে একবার যুক্তিসঙ্গত হারে। ৮। আদর্শ কর্মঘণ্টা নির্ধারণ করা এবং কঠোরভাবে অনুসরণ করা। অতিরিক্ত কাজের জন্য যুক্তিসঙ্গতভাবে অতিরিক্ত ভাতা প্রদান করা। ৯। সকল গ্রেডের জন্য পরিবহনের ব্যবস্থা করা। সরকারি গাড়ির সর্বোচ্চ সৎব্যবহার নিশ্চিত করা। ব্যক্তিগত কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা। ১০। সরকারি বেসরকারি সকল চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা তুলে দেয়া। সকল কোটা বাতিল করা। চাকরি থেকে অবসরের বয়সসীমা যৌক্তিকভাবে সকলের জন্য বৈষম্যহীনতার সাথে নির্ধারণ করা। ১১। ক্যাডার নন ক্যাডার, কিংবা প্রশাসন পুলিশ এরকম কোন বৈষম্যের সুযোগ না রাখা। সকল গ্রেডের জন্য সততা, দেশপ্রেম, নিষ্ঠা, পারদর্শিতা এবং মেধার ভিত্তিতে যথাসময়ে পদোন্নতির এমন ব্যবস্থা রাখা যেন একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হন। ১২। পরীক্ষার প্রশ্ন ফাঁস, নিয়োগ বাণিজ্য সম্পূর্ণরূপে বিলুপ্ত করা। এক্ষেত্রে কেউ যেন নিজেরা সুযোগ নেয়ার চেষ্টা না করেন। বরং এগুলোকে শক্তহাতে দমন করা। সকলের জন্য আইনের সুষ্ঠু প্রয়োগ করা। ১৩। সকল সরকারি দপ্তরের সকল স্তরের কাঠামো ঢেলে সাজানো। সুষম কর্ম বণ্টন নিশ্চিত করা‌। কোথাও কোন বৈষম্য রাখা যাবে না। ১৪। যে কোন প্রকৌশল বিভাগের প্রধান এবং মন্ত্রণালয়ের প্রধানের মাঝখানে কোন পদ না রাখা। অর্থাৎ একজন প্রকৌশলীই হবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রধান (মন্ত্রীর ঠিক নিচে)। এক‌ইভাবে অন্য পদগুলোতেও আবশ্যিকভাবে প্রকৌশলী পদায়ন নিশ্চিত করা। ১৫। দুর্নীতির জন্য কঠিন শাস্তির বিধান রাখা এবং যথাযথভাবে প্রয়োগ করা। ১৬। বিভিন্ন কার্যক্রমকে এমনভাবে ঢেলে সাজানো যাতে ঐ সিস্টেমে দুর্নীতির ইচ্ছা থাকলেও সুযোগ না থাকে। ১৭। সকল প্রকার পাওনা e payment এর মাধ্যমে সরাসরি পরিশোধ এবং এই বিষয়ে যথাযথ তদারকি ব্যবস্থা চালু করা। ১৮। সকল প্রকার বাজেট তৈরির কাজ মাঠ পর্যায় থেকে করা। প্রয়োজনীয় কোডে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া এবং অপ্রয়োজনীয় কোডে অর্থ বরাদ্দ না দেয়া। ১৯। সকল প্রকার সুপারিশ অবৈধ করা। ২০। সকল কাজের মান শতভাগ নিশ্চিত করা। এজন্য প্রয়োজনীয় মালামাল, যন্ত্রপাতি এবং দক্ষ লোকবল নিয়োগ দেয়া। অস্থায়ী সকল পদ বিলুপ্ত করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা নেয়া।

Irfan
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৪:৫০ অপরাহ্ন

প্রথমেই অভিনন্দন জানাই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড: মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে। কেবলমাত্র এই সতেরো সদস্যের সরকার এককভাবে ধ্বংসপ্রাপ্ত এই দেশের সকল সমস্যার সমাধান করে ফেলবেন এটা আশা করা সমীচীন নয়। সুতরাং সমগ্র দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ তাঁরা যেন একটা ওয়েবসাইট খুলে সচেতন নাগরিকবৃন্দ কে গঠনমূলক পরামর্শ প্রস্তাব মতামত প্রেরণের সুযোগ করে দেন।

মো: ইলিয়াস
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৪:৩৯ অপরাহ্ন

Best of Luck

Rasel
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৪:২৩ অপরাহ্ন

Nice selection, Alhamdulillah

Md. Salahuddin
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:৫৭ অপরাহ্ন

আলহামদুলিল্লাহ। আমাদের সকলের উচিত নিজ অবস্থান থেকে সততা ও নৈতিকতার সাথে যথাসময়ে দায়িত্ব পালনের মাধ্যমে নবগঠিত সরকারের রাষ্ট্র পুনর্গঠনের কাজকে সহজ করে দেয়া। আল্লাহ আমাদের সকলের সহায় হউন।

আব্দুর রহিম
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:৫৫ অপরাহ্ন

জি এম কাদের এবং কাদের সিদ্দিকীর উপস্থিতি অনুষ্ঠান কে মলিন করে দিয়েছে। এদের কে না দেখলে অনেক অনেক খুশি হতাম

BABUL
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:৪৯ অপরাহ্ন

MASHA ALLAH

SSHAMIM
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:৪৫ অপরাহ্ন

Congratulations

Ahmed
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:৩৬ অপরাহ্ন

অনুপস্থিত ৩ জন শপথ নেয়ার পর হয়ত ডঃ মুহাম্মদ ইউনূস এর ২৭ টা মন্ত্রনালয় থেকে উনাদের মধ্যে বন্টন করা হবে। যাইহোক, সকল উপদেষ্টাদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আল্লাহ সুবহানাহু তা'আলা উনাদের মাধ্যমে এদেশে একটা সুস্থ্য রাজনৈতিক ধারায় প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন-আমিন।

Ehtesham Khan
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:৩৩ অপরাহ্ন

নাহিদ সমাজ বিজ্ঞানের হয়ে তথ্য প্রযুক্তির দ্বায়িত্ব পাওয়ায় সমালোচনা করার কিছু নেই।ড: ইউনুস কি সবগুলো (২৭) মন্ত্রণালয়ের বিষয়ে পড়েছেন! বিল গেটস কোন বিষয়ে পড়েছেন আর স্টিভ জবস এর সাব্জেক্ট কি ছিল।

আল মামুন ভূঞা
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:৩২ অপরাহ্ন

একটি বিশুদ্ধ বাংলাদেশ আশা করি।

আক্তার হোসনে
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:২৯ অপরাহ্ন

Good portfolio. But Dr. Muhammad Younus will be overburdened with 27 ministries. Some of the less important ministries may be added to other advisors so that Dr. Younus can concentrate more on important responsibilities.

Sarowar Khaled
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:০৯ অপরাহ্ন

sobar jonno shuvo kamona

Kamal
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ৩:০৭ অপরাহ্ন

শুরুতেই অনেক বিচক্ষনতার সহিত মন্ত্রণালয় বন্টন করা হয়েছে দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে দেশটা সঠিক পথে পরিচালনা করার তৌফিক দিন। আমীন।

ইসরাইল
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:৫৬ অপরাহ্ন

Greatest got great responsibility

Liton Akahand
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:৫০ অপরাহ্ন

Greatest got great responsibility

Liton Akahand
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:৫০ অপরাহ্ন

সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা উনাদের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা হলো

Hafizul
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:৪৪ অপরাহ্ন

ঠিক আছে, ধন্যবাদ।

রহমান
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:৩৪ অপরাহ্ন

Congratulations Everyone.

Md Rejaul Karim
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:৩৩ অপরাহ্ন

Alhamdulillah

হাসান
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:২৯ অপরাহ্ন

বাহ, সমাজ বিজ্ঞানে পড়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়! মারহাবা!

কেভিন ডুরান্ট
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:২২ অপরাহ্ন

নিরাপদ সড়ক ও সড়কের নৈরাজ্য বন্ধে - ইলিয়াস কাঞ্চন কে উপদেষ্টায় অন্তর ভুক্তি করা হোক

AHSAN
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:১৭ অপরাহ্ন

Alhamdulillah

Fazle bari
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:১৬ অপরাহ্ন

যোগ্যতা হিসেবে কর্ম প্রকাশের সুযোগ, চমতকার।

Mozammel
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:০৬ অপরাহ্ন

Alhamdulillah

ইসলাম
৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ১:২৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status