ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

(১০ মাস আগে) ৭ আগস্ট ২০২৪, বুধবার, ১২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৬ অপরাহ্ন

mzamin

শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। গতকাল রাতে দীর্ঘ ৪ ঘণ্টার আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রাত ৮টা থেকে ছাত্রদের ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে নিশ্চয়তা পেয়েছি। প্রধান হিসেবে সবর্জন শ্রদ্ধেয় নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপারে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন। দ্রুত সময়ে এ সরকার গঠন করা হবে। এতে নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কাজ করা হবে। ছাত্রদের প্রস্তাবিত সরকারই গঠিত হবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট ও তিন বাহিনী প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে। তারা অরাজকতা ও সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন। ছাত্র-জনতা সরকারি স্থাপনা রক্ষার কাজ করবে। পুলিশে শান্তি ফিরিয়ে আনা হবে। আপতত ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করবে। আর যেন নাশকতা, লুটপাট, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
তালিকায় কারা আছেন এমন প্রশ্নে তিনি বলেন, সেটি চূড়ান্ত হয়নি। আমরা আমাদের তালিকা আপাতত প্রকাশ করবো না। ১০-১৫ জনের অন্তর্বর্তীকালীন সরকার হবে। সেটি ২৪ ঘণ্টার মধ্যেই হবে।
নাহিদ বলেন, ড. ইউনূস আগামীকাল (আজ) দেশের উদ্দেশে রওয়ানা হবেন। তারপর শপথ। এ সময় তিন বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। ছাত্রদের দায়িত্ব পরিস্থিতির ওপর নজর রাখা। এখানে পরিকল্পিত হামলা করে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা অপরাধ করেছেন তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করা হবে। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।
এ সময় সংবিধানের ব্যাখ্যায় ড. আসিফ নজরুল বলেন, এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সংবিধানের আলোকে বিভিন্নভাবে বৈধতা দেয়ার সুযোগ আছে। সরকারের মেয়াদ ঠিক হয়নি। তিনি (প্রফেসর ইউনূস) আসার পরে সে বিষয়ে সিদ্ধান্ত।

পাঠকের মতামত

যাত্রাবাড়ী বড় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সাহেব কে অন্তর্বর্তী সরকারে রাখার বিনীত অনুরোধ করছি

Mahmud
৭ আগস্ট ২০২৪, বুধবার, ২:৫০ অপরাহ্ন

এই মাত্র সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতির একটি সাক্ষাৎকার শুনলাম। অন্তর্বতি সরকার গঠনের ব্যাপারে তিনি আইনি দিক আলোচনা করেছেন। এখন অন্তর্বতি সরকার হবে আন্দোলন কারিরা । এটাই তার বক্তব্যে এসেছে । তাই আমার মনে হচ্ছে উনার কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া যায় কি না ? নতুবা ভবিষ্যতে অন্তর্বর্তী সরকার অবৈধ হতে পারে ।

Kazi
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১১:৪৫ পূর্বাহ্ন

Good

Nazmul
৭ আগস্ট ২০২৪, বুধবার, ৯:০৬ পূর্বাহ্ন

যারা কোনো ভাবেই ছাত্র জনতার আন্দোলনে ছিলোনা তারা এখন ক্ষমতায় যাবার জন্য প্রেসিডেন্ট হাউসে দশ বার দৌড়াচ্ছে।

mohd. Rahman ostrich
৭ আগস্ট ২০২৪, বুধবার, ২:১৫ পূর্বাহ্ন

অভিনন্দন এবং শুভ কামনা

Mahmud
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১:৪৭ পূর্বাহ্ন

Congratulation! Only request sir, once everything settle down change the country's constitution to USA like constitution. I would like to see every thugs and criminal from the last 15 plus years must face the justice system.

Harunur Rashid
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১:১৭ পূর্বাহ্ন

স্বাগতম। সাথে আরো কে কে আছেন।

Md Akkas
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১২:৪৯ পূর্বাহ্ন

আলহামদুলিল্লাহ। দ্রুত সরকার গঠন করুন। আওয়ামী চেলাদের ধরুন. বিচারের আওতায় নিন। ওরা পালাইয়া যাচ্ছে।

মোল্লা মো: নুরুল ইসল
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১২:০৭ পূর্বাহ্ন

চুপ্পু কে অবিলম্বে বহিষ্কার করা হোক,আওয়ামীলীগ এর পদলেহী কেউ থাকতে পারবেনা

Abrar
৭ আগস্ট ২০২৪, বুধবার, ১২:০৩ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status