খেলা
অলিম্পিকে সোনা জয়ের পর কাঁদলেন জোকোভিচ
স্পোর্টস রিপোর্টার প্যারিস (ফ্রান্স) থেকে
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৭ অপরাহ্ন
বয়স ৩৭। এই বয়সেই শীর্ষ বাছাইয়ের দুই নম্বরে নোভাক জোকোভিচ । পুরুষদের টেনিসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও তার দখলে। এতো কিছুর পরেও অলিম্পিকে স্বর্ণ ছিলো না তার। অলিম্পিকে ৫ বার অংশ নিয়ে প্রতিবারই হতাশ হতে হয়েছে এই সার্বিয়ান তারকাকে। ২০০৮ সালে কেবল ব্রোঞ্জ জিতেছিলেন জোকোভিচ। অবশেষে অলিম্পিকের অধরা স্বর্ণ ধরা দিয়েছে তার হাতে। প্যারিসের রোলা গাঁরোর ক্লে কোটে কার্লোস আলকারাজকে হারিয়ে অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতেছেন। ৭-৬ (৭-৩), ৭-৬(৭-২) সেটে জিতে অলিম্পিকে স্বর্ণ জয়ের আনন্দে কেঁদেছেন জোকোভিচ। সোনা জেতার পাশাপাশি তিন সপ্তাহ আগে উইম্বলডন টেনিসের ফাইনাল হারের বদলাও নিয়েছেন এই সার্বিয়ান তারকা।
জোকোভিচকে ইতোপূর্বে তিন বার ওপেনে হারানোর অভিজ্ঞতা আছে বলেই ২১ বছর বয়সী আলকারাজের সঙ্গে লড়াইটা জমে ওঠার আভাস ছিল আগেই। এ বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনের শিরোপা জেতায় সবার চোখ ছিল এই স্প্যানিশের তারকার দিকেই। ক্যারিয়ারে প্রথমবারের মতো অলিম্পিকের ফাইনালে উঠে স্বর্ণপদক জয়ে চোখ ছিল তাঁর। তবে ৯৩ মিনিটের লড়াইয়ে দুটি সেটের ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকে। সরাসরি ২-০ তে জিতে ৩৭ বছর বয়সে এসে জোকোভিচ জিতেছেন অলিম্পিক থেকে প্রথম স্বর্ণপদক।১৯৮৮ সালের পর সবচেয়ে বেশি বয়সে স্বর্ণপদক জয়ের রেকর্ডটাও গড়েছেন জোকোভিচ। জীবনে প্রথম অলিম্পিকে অংশ নিয়ে রৌপ্য জয়ে থামতে হয়েছে আলকারাজকে।