বাংলারজমিন
পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয় ও নেতাদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ
পঞ্চগড় প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারআন্দোলনরত শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদিন ছিল পঞ্চগড় জেলা শহরসহ সড়ক-মহাসড়কে। তারা মূল অবস্থান নেয় শহরের চৌরঙ্গী মোড়ে। একপর্যায়ে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে। একদফা দাবিতে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। অনেককে বিভিন্ন সড়কে লাঠিসোটা নিয়ে পিকেটিং করতে দেখা যায়। এ অবস্থায় অচল হয়ে পড়ে পঞ্চগড় শহর। কেউ কেউ দল বেঁধে গিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়, সংরক্ষিত সংসদ সদস্য রেজিয়া ইসলাম ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তাদের দুটি গাড়িও জ্বালিয়ে দেয়া হয়। অগ্নিসংযোগের সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করা নেতাকর্মীরা পালিয়ে যায়। এ ছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামের শহরের জালাসির বাড়ি, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, কাউন্সিলর সফিকুল ইসলাম, হাসানাত হামিদুর রহমানসহ বিভিন্ন নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা কয়েকজন গণমাধ্যমকর্মীকে লাঞ্ছিত করে। ছবি তুলতে গেলেই সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। কে ছুবি তুলেছে বলে উত্তেজিত হয়ে একদল যুবক সাড়ে ৩টার দিকে প্রেস ক্লাব আক্রমণ করে। এ সময় কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি। কেউ কেউ রাস্তায় কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সকাল থেকে শহীদ মিনারের সামনে চৌরঙ্গী মোড়ে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শহরের বাইরে সীমিত আকারে রিকশা, অটোরিকশা চলাচল করছে।