বাংলারজমিন
শ্রীপুরে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানবজমিনের গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক আকন্দের ওপর হামলা চালিয়েছে সরকারদলীয় নেতাকর্মীরা। রোববার বেলা ১১টার দিকে কেওয়া বাজারের আকন্দবাড়ী সড়কে তিনি এ হামলার শিকার হন।
এনামুল হক আকন্দ জানান, ছাত্র আন্দোলন ঠেকাতে স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, আবুল কালাম ও সাইফুল ইসলামের নেতৃত্বে কতিপয় ব্যক্তি কেওয়া বাজারে মহড়া দিচ্ছিল। তারা বাজারে থাকা বিভিন্ন শ্রেণীর মানুষের খবরদারি ও নজরদারি করছিল। এ খবর জানতে তিনি বাসা থেকে বের হন। এসময় কোনো ঘটনার ছতি তুলেছেন কিনা সাংবাদিকের কাছে তা জানতে চেয়ে উল্লিখিত নামধারী লোকজন এবং তাদের অনুসারীরা তার মুঠোফোন ছিনিয়ে নিতে চেষ্টা করেন। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।