ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

উত্তরায় পুলিশ-আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অনেকে

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

ঢাকার উত্তরায় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকাল ৫টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা গুলিবিদ্ধ ও উত্তরা ১১নং সেক্টরের ১নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা ১১নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। বিকাল ৫টার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিজ্ঞাপন
এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছেন।

পাঠকের মতামত

তুমি কি মানুষ না আওয়ামীলীগ? মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। এটা কোন প্রাণী!!

মোঃ ইউনুস
২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৯:০১ অপরাহ্ন

ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী বাংলার মানুষের কাছে একটি ঘৃণিত গালি। পুলিশের সহযোগিতায় তারা সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর নিশংস অত্যাচার এবংগুলি বর্ষণ করে ছাত্রছাত্রীদের হত্যা করিতেছে। বাংলাদেশের সাধারণ জনগণ কখনোই সন্ত্রাসীদের কাছে নতি স্বীকার করে নাই এবং করবেও না। বিজয় অবশ্যই আন্দোলনকারীদের হবে ।ইনশাল্লাহ।

Kabir
২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৭:৩৪ অপরাহ্ন

পুলিশ, ছাত্রলীগ আর যুবলীগ কি একই। তবে, নাশকতাকারী ও সন্ত্রাসী কারা তা চিহ্নিত করবে কে?

Borno bidyan
২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৭:১৮ অপরাহ্ন

Why police alwys with leage side ,???

Zzahir
২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৭:০৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status