ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সরকারের দুই মন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান যশোরের এমপি আজিজের

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

(১১ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৯:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

mzamin

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কে এম আজিজ নামে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান সংসদ সদস্য কে এম আজিজ। ‘সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কী?’ শিরোনামে দীর্ঘ পোস্ট দেন তিনি। আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদারকে পরাজিত করে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

ফেসবুক পোস্টে সংসদ সদস্য আজিজুল ইসলাম লেখেন, ‘যেভাবে চলছে, তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাওয়ার কথা। সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার কোনো সলিউশন হতে পারে না। আমি মনে করি, যেসব শিক্ষার্থীর কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের গ্রেপ্তার করাটা অযৌক্তিক। পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় করাটা মোটেও সুখকর হবে না। এই মুহূর্তে সরকারের উচিত যেসব সাধারণ শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন, তাদের নিঃশর্তভাবে মুক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী, অভিভাবক, আন্দোলনকারীদের সমন্বয়ক ও জাতীয় অধ্যাপকদের নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিস্থিতি ফেরাতে একটা সর্বজনীন ডায়ালগের ব্যবস্থা করা।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতা দেখানোই হবে সময়ের সেরা সিদ্ধান্ত। একটা পক্ষ তো চাচ্ছেই সাধারণ শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকার পতন করতে। দুষ্কৃতকারীদের সেই সুযোগও নষ্ট হবে এ রকম কিছু করলে। সবচেয়ে পরিতাপের বিষয় যে দুজন লোকের ওপর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষোভ, সেই ওবায়দুল কাদের সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনো শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে দেখলাম না। অবশ্যই শিক্ষার্থীদের কাছে তাঁদের ক্ষমা চাওয়া উচিত। দেশের মঙ্গলে রাষ্ট্রকেই শিক্ষার্থীদের মনের ক্ষোভ প্রশমনে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। 

এ বিষয়ে রাতে এমপি  কে এম আজিজের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিবেকের তাড়নায় আমি আমার ভেরিফাইড ফেইসবুক পেজে এই পোষ্টটি করেছি। শরীরটা খুব খারাপ। তারপরও এই হতাহতের ঘটনায় মনটা ব্যাথিত হচ্ছে। যেহেতু আমি ছাত্র ছিলাম। রাজপথে বহু ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম।  আমি ছাত্রদের এই আন্দোলনকে যৌক্তিক মনে করে বিবেকের তাড়নায় পোস্টটি দিয়েছি। আমি দেশে শান্তি চাই। ছাত্রদের জীবন রক্ষা এবং দেশের সম্পদের ক্ষয়ক্ষতি থেকে দেশকে রক্ষা করতে আমি সরকারের দুই জন প্রভাবশালী মন্ত্রীকে এই পরামর্শ দিয়েছি। 
 

পাঠকের মতামত

এ বাচার জন্য কৌশল নিয়েছে । রাসেল ভাইপার গোখরা রে বিশ্বাস করা যায় এদের বিশ্বাস করা যায় না ।

মোঃ আব্দুল খালেক
২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৯:৩৪ অপরাহ্ন

এরা চেতনায় বিশ্বাসী, ক্ষমা চাওয়ায় নয়।

আবদুল মতিন
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৫ অপরাহ্ন

আওয়ামী লীগ কখনো মানুষ হবে না। বিনা ভোটেট এম পি মহাদয় এত গুলো লাশের দ্বায়ভার কে বহন করবে। আইন ও সংবিধান যদি সবার জন্য সমান হয়ে থাকে তাহলে। ক্ষমা চেয়ে নিলে সব সমস্যা সমাধান হবে না।

ataur rahman
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন

অবৈধ সরকারের এমপি আপনি আগে পদত্যাগ করুন।

Saker Ali
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩০ অপরাহ্ন

মাথায় লাথি দিয়ে পায়ে সালাম! কিন্তু তাতেও কাজ হবেনা। এই সরকারকে জেতে হবে তবেই সমস্যার সমাধান।

Mezba
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:২০ অপরাহ্ন

তাদের প্রধান যিনি তার দায় বেশি, তাই ক্ষমা চেয়ে পদত্যাগ করা ই একমাত্র সমাধান।

Emon
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৯ অপরাহ্ন

এরা জাতে মাতাল তালে ঠিক

নাগরিক
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১০:১০ অপরাহ্ন

শেখ হাসিনার কথার বাহিবে আওয়ামীলীগের কোন নেতা চলে না।নির্বাচনের মতো তার ইশারায় এতো গুল প্রান গেছে। অতএব শেখ হাসিনাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

mozibur binkalam
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৯:৫৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status