ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

আন্দোলনে সংহতি শিল্পী সমাজের

ঘরে বসে থাকার মতো অবস্থা নেই: মোশাররফ করিম

স্টাফ রিপোর্টার

(১১ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নানা ঘটনা সংঘাত ঘটে যাওয়ার পর শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে শিল্পী সমাজ। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কে অবস্থান নেন টিভি নাটকের অভিনেতা-অভিনেত্রী, মঞ্চসহ বিভিন্ন মাধ্যমের শিল্পীরা। ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় যোগ দেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। 
তিনি বলেন,   ‘আমরা মূলত সকল মানুষের পক্ষে। দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এসব দেখতে চাই না। আমরা এগুলোর বাইরে থাকতে চাই।’
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে শিল্পীদের কণ্ঠে শোনা যায় বৈচিত্র্যপূর্ণ স্লোগান। এসব স্লোগানে তারা বলেন, ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর’ স্লোগান। 

এর আগে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানির প্রতিবাদে এবং সকল হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে যাচ্ছি। অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার আমাদের সাংবিধানিক অধিকার। আমরা ভয়হীন, ন্যায্য, মানবিক মর্যাদার বাংলাদেশ চাই।
দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী, নূরুল আলম আতিক, আকরাম খান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, শঙ্খ দাশগুপ্ত, হুমাইরা বিলকিস, তানিম নূর, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, নাসিক আমিন, ধ্রুব হাসান, অভিনেতা আজাদ আবুল কালাম, অভিনেত্রী আজমেরী হক বাধন, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, আলোকচিত্রী মুনেম ওয়াসিফ, তাসলিমা আকতার লিমা, শিল্পী ঋতু সাত্তার, তানজিম ওয়াহাব, কণ্ঠশিল্পী শিবু কুমার শীল প্রমুখ।
 

পাঠকের মতামত

মোশাররফ করিম স্যার সহ সকল নাট্য,ও সাংস্কৃতিক কর্মীদের প্রতি অবিরাম ভালোবাসা

Milan Ch Roy
২ আগস্ট ২০২৪, শুক্রবার, ১২:১৬ অপরাহ্ন

শিল্পী সমাজের সদস্যগণ বিবেকের তাড়নায় যারা আজ আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি প্রতি সংহতি জানাতে রাস্তায় এসেছেন তাদের সবাই কে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম,আশা করি এই জগতের অন্যরাও অর্থাৎ যারা অদুর ভবিষ্যতে সরকার দলের সংরক্ষিত আসনে মনোনয়ন না পাওয়ার ভয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে রাস্তায় নামেন নাই তাদের কে-ও অনুরোধ করবো সমাজের দায়বদ্ধতা থেকে আপনারা নির্যাতিত নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাড়ান।

Shahid Uddin
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status