অনলাইন
আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। গতকাল এক বার্তায় দেশটির তরফে এই তথ্য জানানো হয়। তবে ঠিক কী কারণে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত পোষণ করে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। পরে দেশটির সরকার বিক্ষোভকারীদের আইনের আওতায় এনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। এ ঘটনার পর তারা বাংলাদেশ থেকে শ্রমিক না নেয়ার কথা জানায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, এখন তাদের কাছে অফিসিয়ালি কোনো তথ্য আসেনি। আজ বুধবার দেশটির সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে এ বিষয়ে জানা হবে।
পাঠকের মতামত
শ্রমিক নিয়োগ নিষেধাজ্ঞা উদ্বেগজনক। বাংলাদেশ সরকার ও আমিরাত কর্তৃপক্ষের মধ্যে দ্রুত আলোচনার প্রয়োজন।
অারব অমিরাত সাথে সাথে শাস্তি দিয়েছে বাংলাদেশে এ নিয়ম চালু হোক।
সরকারের ভুল সিদ্ধান্তের ফল । যদি পুলিশ ছাত্র হত্যা না করত, তাহলে বিদেশে আন্দোলন হত না । আরব আমিরাত ও সিদ্ধান্ত নিত না । তৎসঙ্গে আমি বলব যারা আন্দোলন করেছেন, তাদের বুঝা উচিত ছিল, আরব আমিরাত গণতান্ত্রিক দেশ নয়।
কি থেকে কী হচ্ছে এসব?