ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে: ফখরুল

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন

mzamin

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণবিরোধী সরকারের বিরুদ্ধাচরণকারী দেশের জনগণের ওপর প্রতিশোধ নিতে সেনাবাহিনী নামিয়ে এবং কারফিউ জারি করার মাধ্যমে জনগণকে চরম ভোগান্তিতে ফেলা হয়েছে। হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। দেশব্যাপী সংঘটিত এসব সরকারি অপতৎপরতা এবং পৈশাচিক ও বর্বরোচিত ঘটনা সারাবিশ^ থেকে আড়াল করতে পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঔপনৈবেশিক ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদ আমলেও এমন নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। 
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার প্রতি আওয়ামী শাসকগোষ্ঠী চিরদিনই বিদ্বেষপরায়ণ। বর্তমানে বাংলাদেশে চলছে এক ব্যক্তির মধ্যযুগীয় শাসন। অশুভ স্বৈরশাসনে সমাজ-সংস্কৃতি, সভ্য আচরণ আজ বিপন্ন। প্রকৃত রোগ হচ্ছে অনির্বাচিত, অবৈধ ও ফ্যাসিবাদী ডামি সরকার। শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে কার ইশারায় রংপুরের আবু সাঈদসহ দেড় শতাধিক ছাত্র-জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা ও ঢাকা বিশ^বিদ্যালয়সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, তা জনগণ ভালোভাবেই জানে। হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখছেন তাতে প্রতীয়মান হচ্ছে যে, তারা সরকারি দলের কোন পদে অধিষ্ঠিত আছেন। আন্দোলনকে দমন করতে আওয়ামী সরকারের এ ধরনের আগ্রাসী ও নির্মম ভূমিকার নজীর পৃথিবীর কোথাও নেই। গত সোমবার প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কাল্পনিক ও বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের সামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ফখরুল বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ ও জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটি সব সময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারে না। ফ্যাসিবাদি সরকারের পদত্যাগ এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সর্বত্র সুশাসন ও আইনের শাসন কায়েম করা সম্ভব নয়।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status