ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

সরকার টিকে থাকতে পারবে না: ফখরুল

স্টাফ রিপোর্টার
২৩ জুলাই ২০২৪, মঙ্গলবার
mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়-অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, সার্বিক অর্থে দেশে এক ভীতিকর অবস্থা বিরাজমান রাখা হয়েছে। সরকার মনে করছে, এভাবে জনগণ এবং বিএনপিসহ বিরোধী মতের মানুষের ওপর কঠোরতা বজায় রাখলে তাদের অবৈধ ক্ষমতার বিরুদ্ধে কেউ ‘টু’ শব্দ উচ্চারণ করার সাহস পাবে না। কিন্তু সরকারকে মনে রাখতে হবে যে, অন্যায়-অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না। তবে সংঘাত, নির্যাতন-নিপীড়ন ও গ্রেপ্তারের পথ পরিহার করে জনগণের দাবি মেনে নেয়াই উৎকৃষ্ট পন্থা।
তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্র-ছাত্রীদের নৃশংসভাবে হত্যা ও আহত করার পাশাপাশি আওয়ামী সরকার দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী পথ অবলম্বন করে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দেয়া হয়েছে দেশকে। দেশে কারফিউ জারি করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণকে চরম বিপর্যয় ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে সরকার।
মির্জা ফখরুল বলেন, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি’র নেতাকর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে দলের নেতৃবৃন্দকে হেনস্তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম, দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেনসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও অন্য নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশি চালানো হয়। রিমান্ডে নিয়ে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের চরম নির্যাতন করা হচ্ছে। গ্রেপ্তারকৃত উল্লিখিত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সিনিয়র নেতাসহ নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশি বন্ধের জোর আহ্বান জানান ফখরুল।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status