ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

শনির আখড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

অনলাইন ডেস্ক

(৬ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৩ অপরাহ্ন

mzamin

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শনির আখরা এলাকা। বুধবার দিনব্যাপী দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সন্ধ্যায় পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের শিশুসহ বাবা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে আরও ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত ব্যক্তিরা হলেন- ইরান, সোহাগ, বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুলছাত্র মাহিম আহমেদ। আহত ব্যবসায়ী বাবু মিয়া দনিয়া এলাকায় শিশুসন্তান রোহিতকে নিয়ে বাসার ফটকে দাঁড়িয়েছিলেন। তখন পুলিশের ছোড়া গুলি তার ও ছেলের গায়ে লাগে।

এছাড়া শনির আখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এর আগে সকাল ১০টার দিকে শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ বাধে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যাত্রাবাড়ী থানার আশপাশে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা কাজলা এলাকায় অবস্থান করছেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status