বাংলারজমিন
মির্জাপুরে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
(৬ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ৩:০৮ অপরাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশি বাঁধায় তারা সরে দাঁড়ান। রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও গোড়াই কটন মিল স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়ায় অবস্থান ও অবরোধ করে শিক্ষার্থী। সে সময় মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
শিক্ষার্থীরা মহাসড়কের ওই অংশে জমায়েত হয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান ও আন্দোলনকারী নিহতের ঘটনায় সরকারের সমালোচনা করে স্লোগান দেয়। একপর্যায়ে তারা মহাসড়কে বসে পরার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শিক্ষার্থীরা মহাসড়কের সার্ভিস লেনে মিছিল করে। সে সময় মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, স্থানীয় ও বাইরের কিছু ছেলে মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলো। আমরা তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি।