অনলাইন
হামলার প্রতিবাদে কুবি ছাত্রলীগ নেতাকর্মীদের গণহারে পদত্যাগ
কুবি প্রতিনিধি
(৬ মাস আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩১ অপরাহ্ন
কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন।
সোমবার সন্ধ্যা থেকে শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন হলের প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই পদত্যাগ করেছেন।
জানা যায়, বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।
সদ্য পদত্যাগ করা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলের আইন বিষয়ক সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, 'ছাত্র রাজনীতি ছিল আমার পছন্দের জায়গা, ভালোবাসার স্থান। আজকের পর থেকে ছাত্রলীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। কেউ আমাকে ডাকবেন না। দত্ত হল কারও বাপের না'
সদ্য পদত্যাগকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বলেন, দুনিয়াই সবকিছু না, আখেরাত বলেও কিছু আছে। যে সংগঠনের কেউ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ পড়ে এমন সংগঠনে আমার নাম না থাকুক'।
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ থেকে পদত্যাগ করে পোস্ট করে বলেন, 'আমি লজ্জিত যে আমি এমন সংগঠনের সাথে জড়িত ছিলাম।'
সদ্য ছাত্রলীগ থেকে পদত্যাগকারী ও ২০২১-২২ ব্যাচের তানজিনা আক্তার বলেন, আমি সহ নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ১৬ তম ব্যাচের সকল মেয়ে ছাত্রলীগ কর্মীরা ছাত্রলীগ থেকে ইস্তফা দিয়েছি। আজ থেকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে আমরা যাবো না।'
কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন 'একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রের শরীরে এমন নির্মমভাবে যারা আঘাত করতে পারে সেই দল থেকে ইস্তফা দিলাম।'
আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন!
এটাকি অতীত কর্ম ফল থেকে জান বাচানোর চেষ্টা নাকি শুভ বুদ্ধির উদয়।
আলহামদুলিল্লাহ্ ! দেরিতে হলেও শুভবুদ্ধ্রির উদয় হওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। ছাত্রলীগের মধ্যে এখনও যারা নিজেদেরকে মানুষ মনে করে তাদের প্রতি অনুরুধ দেশ ও জনগনের স্বার্থে লীগের স্বার্থ বিসর্জন দিয়ে নিরিহ নিরপরাদ ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান । দেশকে রক্ষা করুন।
It is no longer surprising because the number of spineless pepole is increasing in our country. If not how come so many smiles in front of the camera after doing misdemeanor !
Alhamdulilla
আল্লাহ সহায়
আপনাদের জন্য শুভকামনা রইলো
সাহসী সিদ্ধান্ত। তোমাদের এই সিদ্ধান্তের বড়ই প্রয়োজন ছিল। আল্লাহ হেফাজত করুন তোমাদের সবাইকে।
Thanks for resigning from this student political group.
আদর্শ ঘরের সন্তান হলে আদর্শ জলাঞ্জলী দেয় না
সাহসী সিদ্ধান্ত। তোমাদের এই সিদ্ধান্তের বড়ই প্রয়োজন ছিল। আল্লাহ হেফাজত করুন তোমাদের সবাইকে।
অভিনন্দন হে ভবিষ্যৎ প্রজন্মের কান্ডারিরা। আপনাদের বিবেকের কাছে হেরে যাবে গুন্ডা,, বদমাশ,,, ইতর দের পরাশক্তি। আল্লাহ আপনাদের সহায় হোন আমিন।
আল্লাহ সকল পদত্যাগকারীকে নেক হায়াত দান করুন। আমিন।
ছাত্রলীগ যারা করে তারা সবাই তো মুক্তি যোদ্ধাদের নাতি/নাতনী না। তাহলে যারা মুক্তিযোদ্ধা পরিবারের না তাদের তো উচিত কোটা আন্দোলনে নামা।
As a freedom fighter I congratulate for your courageous and patriotic decision. This country belongs to everyone , with equal opportunity , rights and privileges. That was the solemn declaration at the onset of our war of liberation.
কোটা বিরোধী আন্দোলন কারো একার স্বার্থে নয়। এভাবেই শিক্ষাঙ্গনে সুস্থ রাজনীতি ফিরে আসুক। দেশের সাধারণ মানুষ চায় ছাত্ররা নিজেদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিক তারা ন্যায়ের পক্ষে দাড়াবে না অন্যায়ের পক্ষে।
প্রতিটি দেশপ্রেমিক ছাত্র লীগ ভাই যদি এমন পদক্ষেপ নিত দেশটা অন্তত সভ্যতার দিকে ফিরত।
সাহসী সিদ্ধান্ত। তোমাদের এই সিদ্ধান্তের বড়ই প্রয়োজন ছিল। ভালো থেকো।
Thanks and love
আলহামদুল্লিলাহ
তোমাদের এই ত্যাগ বীর তুল্য।
দেরীতে হলেও আপনাদের সন্ধিৎ ফিরে এসেছে, অন্ধকার থেকে আলোর পথে আপনাদের স্বাগতম ।
ছাত্রলীগ কেন কোটা আন্দোলন প্রতিহত করবে? আমার প্রশ্ন ছাত্রলীগের সবাই কি মুক্তিযোদ্ধার সন্তান?
আল্লাহ্ ওনাদের হেদায়েত দান করেছেন
Alhamdulillah!
I hope All THE PEPOLE COME OUT
আপনাদের অভিনন্দন জানাই।
Alhamdulillah
THANKS
অভিনন্দন ছাত্রলীগ থেকে মানুষের কাতারে ফিরে আসার জন্য ।
আলহামদুলিল্লাহ যারা পদত্যাগ করেছেন অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহুম্মা আমিন
এরা বর্ণচোরা, ছাত্রলীগের লেবাস পরে ছিল।
যারা পদত্যাগ করে সাধারন ছাত্রদের পাশে দাড়িয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হোক প্রতিবাদ ভিতর থেকেই
দেশপ্রেমিক ও বিবেকবোধ সম্পন্ন ভাইদের আন্তরিক ধন্যবাদ।
শুদ্ধি উপলব্ধির শুরু।
Soul for soul, wake up friends
এরা ছাত্রলীগ না। সুবিধালীগ।
ছাত্রলীগ থেকে সকল বিবেকবান ছাত্রের পদত্যাগ করা উচিত।
আলহামদুলিল্লাহ
আজকের প্রজন্ম সৎ ও সাহসী কতার সাথে এগিয়ে থাক এটাই আশা।
দেরিতে হলেও বুজতে পারছে তারা।ধন্যবাদ তাদেরকে।
আপনাদের শুভ বুদ্ধির উদয় হউক।এই জংগী সংঘটনের পদ থেকে ইস্তেফা দেওয়ার জন্য ধন্যবাদ। কোন বৈধ সন্তান এই সংঘটন করতে পারেনা।
আপনাদের অভিনন্দন জানাই।
সাহসী সিদ্ধান্ত। আমি মনে করি যাদের মধ্যে মানবতা আছে তারাই৷ এ সিদ্ধান্ত নিবে।
White Minded. Thanks and Love
সকলকে ইসলাম দেশ ও মানবতার পক্ষে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এ স্বাগতম।
সত্য উপলব্দি করার জন্য ধন্যবাদ।
Better late than never.
দেশপ্রেমিক ও বিবেকবোধ সম্পন্ন ভাইদের আন্তরিক ধন্যবাদ।
সাম্য ও মানবিকতার জয় হোক। বিবেক জাগুক সত্য ও সুন্দরের স্বপক্ষে।
আলহামদুলিল্লাহ, সারা দেশে এমন পদত্যাগ অব্যাহত চাই
Thank you
চমৎকার আলহামদুল্লিলাহ এভাবেই পতন হউক এদের।