বাংলারজমিন
বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ
বান্দরবান প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবারশুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি তার বান্দরবানস্থ অফিস কক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হ্লাথোয়াইহ্রী মারমার সভাপতিত্বে উজানী পাড়া মহা রাজগুরু বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মং থোয়াইসিং মারমা, লামা জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উ. নন্দমালা থেরসহ জেলা ও উপজেলা বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় বান্দরবানের বিভিন্ন উপজেলার ৬৯টি বৌদ্ধ বিহারে দায়িত্বপ্রাপ্ত বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির হাতে সর্বমোট ১৭ লাখ ৪৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।