ঢাকা, ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

বান্দরবান প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি তার বান্দরবানস্থ অফিস কক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হ্লাথোয়াইহ্রী মারমার সভাপতিত্বে উজানী পাড়া মহা রাজগুরু বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মং থোয়াইসিং মারমা, লামা জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উ. নন্দমালা থেরসহ জেলা ও উপজেলা বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় বান্দরবানের বিভিন্ন উপজেলার ৬৯টি বৌদ্ধ বিহারে দায়িত্বপ্রাপ্ত বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির হাতে সর্বমোট ১৭ লাখ ৪৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status