ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

কোপার বিশৃঙ্খল আয়োজন নিয়ে কানাডা ও উরুগুয়ে কোচের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

(৯ মাস আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ১২:৩৩ অপরাহ্ন

mzamin

টুর্নামেন্টের শেষ দিকে পৌঁছে একের পর এক প্রশ্ন উঠছে এবারের কোপা আমেরিকা নিয়ে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে আয়োজন নিয়ে জমে থাকা সকল ক্ষোভ উগরে দিয়েছেন কানাডা কোচ জেসি মার্শ। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও ক্ষোভ প্রকাশ করেছেন। 
যুক্তরাষ্ট্রে হচ্ছে এবারের কোপা আমেরিকা। কানাডা ও মেক্সিকোকে নিয়ে তারাই আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপ। কিন্তু দেশটির বেশ কিছু স্টেডিয়ামের মাঠ ও ঘাস নিয়ে রয়ে গেছে প্রশ্ন। কিন্তু সেসব নিয়ে কথা বলতে নিষেধ অংশগ্রহণকারী দলগুলোর। কানাডার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পর মাঠের ঘাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর নিজেদের শেষ ম্যাচের আগে একই বিষয়ে মুখ খুললেন উরুগুয়ে কোচ বিয়েলসা। টুর্নামেন্টের সার্বিক আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন অভিজ্ঞ এই কোচ।

বিয়েলসা বলেন, “আমাদের হুমকি দেওয়া হয়েছে। আমরা এখন ক্লান্ত। মাঠগুলো যথাযথ না থাকার পরও প্রেস কনফারেন্স করে সেগুলোকে ঠিকঠাক বলা। মিথ্যার উপদ্রব। স্কালোনি একবার এটি নিয়ে বলেছে। তারা বলে দিয়েছে, যেন আর না বলে। ফুটবলাররা কথা বলতে পারবে না। ফুটবল সংস্থাগুলোও কিছু বলে না। সবকিছুই ভুল। অনুশীলন মাঠগুলো নিয়েও অগোছালো অবস্থার সৃষ্টি করে ফেলেছিল আমেরিকানরা। বলিভিয়া তো অনুশীলনই করেনি।”
বিয়েলসার সংবাদ সম্মেলন শেষে সংবাদমাধ্যমের সামনে আসেন কানাডা কোচ। উরুগুয়ের আর্জেন্টাইন কোচের মন্তব্য মনে করিয়ে দিতেই যেন নিজ দলের সঙ্গে হওয়া অন্যায়ের কথাও মনে পড়ে যায় মার্শের। মার্শ বলেন, “আমি বিয়েলসার সংবাদ সম্মেলন পুরোটা দেখিনি। তবে কিছু মন্তব্য দেখেছি। কিছু বিষয়ের সঙ্গে আমি একমত। টুর্নামেন্ট আমার কাছে পেশাদার মনে হয়নি। ব্যবস্থাপনায় অনেক সমস্যা ছিল। টুর্নামেন্টজুড়ে আমরা সামাজিক মাধ্যমে ও সামনাসামনি আমরা বর্ণবাদী আচরণ পেয়েছি। আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ব্যবহার করা হয়েছে। আমি, আমরা নিজ দেশের প্রতিনিধিত্ব করতে চাই। আমরা কঠোর ও আক্রমণাত্মক খেলেছি। প্রতিপক্ষ কোচের কাছ থেকে মাত্রা ছাড়ানোর অভিযোগও পেয়েছি।”
শুধু আয়োজনই নয়, টুর্নামেন্টের রেফারিং নিয়েও অভিযোগের শেষ নেই মার্শের। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে রেফারির বিমাতাসুলভ আচরণের শিকার হওয়ার শঙ্কা কানাডা কোচের।
মার্শ বলেন, “আপনি যদি কার্ডের সংখ্যা দেখেন, সাউথ আমেরিকান দলগুলোকেই বেশি কার্ড দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্র-উরুগুয়ে ম্যাচে আমার দেখা সবচেয়ে যুক্তরাষ্ট্রবিরোধী রেফারিং ছিল। অনেক কিছুই আমাদের বিপক্ষে যাবে, সেটি জেনেই আমরা খেলতে নামব।” ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কাল সকাল ৬টায় মাঠে গড়াবে কানাডা-উরুগুয়ের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status