খেলা
ক্রিকেটারদের সুযোগ কাজে লাগাতে বললেন দুর্জয়
স্পোর্টস রিপোর্টার
১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
‘এ’ দল থাকলেও নেই তার কোনো কার্যক্রম বা বিদেশ সফর। তার পরিবর্তে হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) অনুশীলন চলছে নিয়মিত। এর নানা কার্যক্রমে ক্রিকেটাররা অংশ নিচ্ছে। তবে এইচপির মাঠের অভিজ্ঞতা নেই বললেই চলে। দেশে কোনো খেলা নেই, এমনকি বিদেশ সফরেও খুব একটা যাওয়ার সুযোগ ছিল না। তাই জাতীয় দল থেকে বাদ পড়া আর পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের পুরোপুরি তৈরি হওয়ার বিষয়টি যেন কোনো ভাবেই হচ্ছিল না। তবে এবার সুযোগ এসেছে বিদেশ সফরে যাওয়ার। এইচপির সঙ্গে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সব কিছু ঠিক থাকলে স্বল্প ও দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার কথা রয়েছে তাদের। এই সফরকে দেশের ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছেন এইচপির প্রধান জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেন, ‘টুর্নামেন্ট ছাড়াও আমাদের খেলোয়াড়দের জন্য একটা বড় সুযোগ। এখানে কিছু জাতীয় দলের যারা খেলছে, সেখানকার খেলোয়াড় নেওয়া হয়েছে। কারণ, ২০২৭ এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে সফর আছে, ওই খেলাটাও কিন্তু ডারউইনে হবে। তাদেরও একটা প্রস্তুতি। কারণ, অনেক সময় আমরা দেখি আমাদের নতুন খেলোয়াড় বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা অচেনা পরিবেশে অভিষেক হচ্ছে।’
১৩ই জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে এইচপির ক্রিকেটারদের। বাবার অসুস্থতায় শেষ মুহূর্তে ন্যাথান হেরিটজ আসতে না পারায় এই সফরে হেড কোচ করা হয়েছে কোরি কোলমোরকে। গোটা দলের সঙ্গে গতকাল বিসিবিতে বসেছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয়। এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়, ওয়ানডেতে আফিফ হোসেন ও টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা নিয়ে দুর্জয় বলেন, ‘এইচপির প্রোগ্রামে প্রত্যেক বছরই একটা সফর থাকে, কিন্তু এটা নতুন একটা ইনক্লুশন এবং আমরা তাদেরকে জানিয়েছি যে আমরা ভবিষ্যতেও এটা চালিয়ে যেতে চাই, এ সিরিজটা। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা। সেটাকে কাজে লাগিয়ে খেলোয়াড়রা তাদের ভবিষ্যতের জন্য দেশকে সার্ভিস দেওয়া জন্য তৈরি করবে, সেটাই আমরা আশা করি।’
বয়সভিত্তিক ক্রিকেটে অনেকদিন ধরেই ভালো করছে বাংলাদেশ। কিন্তু এই ঝলকের প্রতিফলন দেখা যাচ্ছে না পরের ধাপে গিয়ে। এ জন্য অনেক সময়ই দায়ী করা হয় বিসিবিকে। এই ধরনের সফর কি ঝরে পরা ক্রিকেটার কমাবে? এইচপির চেয়ারম্যান বলেন, ‘তা তো অবশ্যই। কারণ, এখানে দুটা দিকই আছে। আমাদের যেমন, বোর্ডের পক্ষ থেকে আমাদের বয়সভিত্তিক পর্যায় পার হয়ে আসার পর কিন্তু এখন আরও দুটা তিনটা প্রোগ্রাম আমরা ইনক্লুড করি এরা যেন নিয়মিত এই প্রক্রিয়ার ভেতর থাকে। খেলোয়াড়দের ঝরে পড়া বা ওপরের লেভেলে কন্টিনিউ করতে না পারা, এটা কিন্তু আসলে দুই পক্ষের ব্যাপার। ’
১৯শে জুলাই পাকিস্তান শাহীনসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের এই সফর। দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে ২৬শে জুলাই। এরপর নর্দান টেরিটরির বিপক্ষে একটি ও পাকিস্তান শাহীন্সের বিপক্ষে আরও একটি ৫০ ওভারের ম্যাচ খেলবে তারা, এই ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। বিগব্যাশের কয়েকটি দলের সঙ্গে পাকিস্তান শাহীনসকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে বিসিবি। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ১১ই আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি। ১২ই আগস্ট তাসমানিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ১৪ই আগস্ট তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। এই সফরের সুযোগগুলো ক্রিকেটারদেরই কাজে লাগাতে হবে বলে মনে করেন দুর্জয়। তিনি বলেন, ‘খেলোয়াড়দের যেরকম সামর্থ্য বা ইনজুরি সমস্যা হয়ে যায়, সেটা কিন্তু ভিন্ন ইস্যু। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের প্রক্রিয়াটা ঠিকঠাক হোক, আমাদের সুযোগ-সুবিধা বোর্ডের তরফ থেকে বৃদ্ধি করা এবং খেলার ভেতর থাকার যে সুযোগ সেটা আমরা ধরে রাখতে চাই। এজন্যই বললাম এ সুযোগগুলো কাজে লাগানোর দায়িত্ব খেলোয়াড়দের, আমরা শুধু তৈরি করে দিতে পারবো। কিন্তু সেটা কাজে লাগিয়ে নিজেকে পরের পর্যায়ে নিয়ে যাওয়া বা পরের ধাপে নেওয়া এই ফোকাস ধরে রাখা তাদের দায়িত্ব।’
৪ দিনের ম্যাচের দল
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু (সহ-অধিনায়ক), আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আইচ মোল্লা, রাকিবুল হাসান, পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে দল
তানজিদ হাসান তামিম, জিসান আলম, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী (সহ-অধিনায়ক), ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
টি-টোয়েন্টি দল
তানজিদ হাসান তামিম, জিসান আলম, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।