ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

রাজনীতি

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবি

তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ৩:১৫ অপরাহ্ন

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ঢাকায় জাতীয় সম্মেলনসহ তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে- জুলাই মাসব্যাপী জেলায়-জেলায় বিতর্কিত পাঠ্যক্রম ইস্যুতে ওলামা, শিক্ষাবিদ ও সুধি সম্মেলন, আগস্ট-সেপ্টেম্বরে থানায় থানায় ওলামা ও সুধি সম্মেলন এবং সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে ঢাকায় জাতীয় সম্মেলন করবে সংগঠনটি। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে 'বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম: দেশপ্রেমিক সচেতন নাগরিকদের করণীয়' শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ সভাপতি ড. মাওলানা আ ফ ম খালিদ হোসাইন এসব কর্মসূচি ঘোষণা করেন। এসময় বিতর্কিত পাঠ্যক্রম বাতিল জন্য ৮ দফা দাবি তুলে ধরেন খালিদ হোসাইন। দাবিগুলো হলো: বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম বাতিল করতে হবে, বিদেশের অন্ধ অনুসরণ নয় বরং যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞ, দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ধর্মীয় বিশেষজ্ঞ ওলামায়ে কিরামের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠন করতে হবে, পাঠ্যপুস্তক হতে বিতর্কিত ও ইসলামী আকিদাবিরোধী বিষয়সমূহ বাদ দিতে হবে, মাদ্রাসা শিক্ষা কারিকুলাম মাদ্রাসা সংশ্লিষ্ট আলেম, ইসলামিক স্কলার ও শিক্ষকদের দ্বারা পরিমার্জন করা ও আলিয়া মাদরাসার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে, দশম শ্রেণি পর্যন্ত স্ব-স্ব ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, প্রকৃতি বিরুদ্ধ ও দেশীয় সংস্কৃতি বিরোধী ট্রান্সজেন্ডার মতবাদ পাঠ্যপুস্তক থেকে বাতিল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে হবে, সমাজে অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর সুশিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে এবং ‘কৃষি শিক্ষা’ ও ‘গার্হস্থ্য বিজ্ঞান’ শিক্ষা পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করতে হবে। লিখিত বক্তব্যে খালিদ হোসাইন বলেন, বর্তমানে প্রশ্নফাঁস মহামারী আকার ধারণ করেছে। একে নতুন কারিকুলামে পরীক্ষা ও মূল্যায়নকে পুরো মাত্রায় সংকুচিত করা হয়েছে। তার উপর যুক্ত হয়েছে এই প্রশ্নফাঁস। শিক্ষানবিশ শেষ করার পর ছাত্ররা চাকরির বাজারে যাবে, নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে, নিজের পরিবারের মুখে হাসি ফোঁটাবে, কিন্তু বিভিন্ন দলীয় ছত্রছায়ায় গড়ে ওঠা কিছু চক্র প্রশ্নফাঁসের মাধ্যমে প্রকৃত মেধাকে গলা টিপে হত্যা করে যাচ্ছে। চক্রে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সারাদেশের শিক্ষার্থী ও তরুণরা চাকরিতে কোটা বাতিলের আন্দোলনে সরব রয়েছে। আমরা মনে করি 'কোটা পদ্ধতি' দেশকে মেধাশূন্য ও অকার্যকর অচলাবস্থার দিকে নিয়ে যাবে। তাই আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবি ও শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status