ভারত
আদানি রিপোর্ট নিয়ে হিন্ডেনবার্গকে শোকজ নোটিশ ধরালো SEBI
মানবজমিন ডিজিটাল
(৮ মাস আগে) ২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ফের একবার খবরের শিরোনামে হিন্ডেনবার্গ। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হিন্ডেনবার্গ রিসার্চ LLC, নেথান অ্যান্ডারসন এবং মরিশাসের ফরেন পোর্টফোলিও ইনভেস্টর মার্ক কিংডনকে শোকজ নোটিস ধরাল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা Securities and Exchange Board of India বা SEBI। গত বছর জানুয়ারিতে মার্কিন শর্টসেলার সংস্থা দাবি করে, নিজেদের ফায়দার জন্য নানাভাবে ভারতের বাজার প্রভাবিত করছে আদানিরা। মোদি জমানায় আদানি গোষ্ঠীর উত্থানে বড়সড় দুর্নীতির ইঙ্গিত দেয় হিন্ডেনবার্গ রিসার্চ। আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ তুলে হিন্ডেনবার্গ রিসার্চ ১০৬ পৃষ্ঠার একটি রিপোর্ট জমা দিয়েছিল।
আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারের দামে হেরফের, ঋণসহ নানা অভিযোগ করা হয়েছিল। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হু হু করতে পড়তে থাকে আদানিদের শেয়ারের দাম। সেই রিপোর্টকে কাঠগড়ায় তুলেই হিন্ডেনবার্গ গোষ্ঠীকে শোকজ নোটিস পাঠিয়েছে সেবি। তাদের তরফে বলা হয়েছে, আদানিদের নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে সেবির বেশ কিছু কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করা হয়েছে। প্রিভেনশন অফ ফ্রড্যুলেন্ট অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাক্টিস রেগুলেশন এবং রিসার্চ অ্যানালিস্ট রেগুলেশন- সেবি আইনের এই দুই ক্ষেত্র লঙ্ঘিত হয়েছে বলেই শোকজ নোটিসে উল্লেখ করা হয়।
সেবির দাবি, ভারতের বাইরে থেকে বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত দিকগুলি মূল্যয়ন করে দেখাই তাদের লক্ষ্য ছিল বলে দাবি করেছিল হিন্ডেনবার্গ এবং FBI সংস্থাগুলি। আসলে মানুষকে বিভ্রান্ত করে তারা। বাস্তবে ভারতের শেয়ারবাজারের তালিকাভুক্ত সংস্থাগুলির সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ছিল ওই রিপোর্টের। এদিকে ওই নোটিশের প্রতিক্রিয়া দিতে গিয়ে আবার চরম ভাব ব্যক্ত করেছে আমেরিকান শর্ট সেলিং ফার্মটি। হিন্ডেনবার্গের তরফে দাবি করা হয়েছে, আদানি গ্রুপের উপর করা এই রিসার্চ তাঁদের করা সেরা কাজগুলোর মধ্যে অন্যতম। সেই সঙ্গে সেবির নোটিসকে ‘ননসেন্স’ বলেও আখ্যা দিয়েছে হিন্ডেনবার্গ। তাদের দাবি, রিসার্চ রিপোর্ট-এর বিরোধিতা করতে পারেনি আদানি। ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার জন্য SEBI এই নোটিশ পাঠিয়েছে বলে দাবি হিন্ডেনবার্গ- এর। সবমিলিয়ে আরো একবার নজরে আদানি-হিন্ডেনবার্গ কাণ্ড।
সূত্র : এনডিটিভি