ভারত
পার্লামেন্ট থেকে ভাইরাল কঙ্গনা-চিরাগের রঙিন মুহূর্ত
মানবজমিন ডিজিটাল
(৮ মাস আগে) ২৬ জুন ২০২৪, বুধবার, ৪:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

ভারতে সংসদ অধিবেশনের প্রথমদিনেই একসঙ্গে দেখা গিয়েছিল এলজেপির সাংসদ চিরাগ পাসওয়ান ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে। হাসিমুখে তাদের একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। চিরাগ জানিয়েছিলেন, কঙ্গনার সঙ্গেই তিনি প্রথম অভিনয় করেছিলেন। তনভীর খান পরিচালিত সেই ছবি 'মিলে না মিলে হাম’ টেনিস খেলোয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন চিরাগ। আর তার প্রেমিকা অনীষার ভূমিকায় ছিলেন কঙ্গনা রানাউত। চিত্রনাট্যের খাতিরেই কঙ্গনার সঙ্গে প্রেমবন্ধনে আবদ্ধ হতে হয় চিরাগ পাসওয়ানকে। এক দশক আগের সেই সিনেমা যদিও বক্সঅফিসে ‘খেল’ দেখাতে পারেনি। প্রথমবারেই ফ্লপ হওয়ার জেরে আর অভিনয়মুখো হননি চিরাগ পাসওয়ান। তার পর রাজনীতিতে যোগ দেন। এবার সাংসদ হিসাবেও নতুন অধ্যায়ে পাশে পেয়েছেন কঙ্গনাকে। বুধবার স্পিকার নির্বাচনের দিন সংসদের সিঁড়ির সবুজ কার্পেটে ফের ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত। দেখা গেল, একইসঙ্গে সংসদে ঢুকছেন কঙ্গনা রানাউত ও চিরাগ পাসওয়ান। সংসদের সিড়িতে দাঁড়িয়ে হাতে হাত ধরে সংসদে প্রবেশ করতেও দেখা যায় তাদের। এরপরই জল্পনা, তবে কি নতুন কোনও সম্পর্ক তৈরি হচ্ছে কঙ্গনা-চিরাগের মধ্যে? কঙ্গনা-চিরাগ দীর্ঘদিন ধরেই একে-অপরকে চেনেন। ‘মিলে না মিলে হাম’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। মাণ্ডি কেন্দ্র থেকে কঙ্গনা জেতার পর তাকে ‘দাপুটে এবং সাহসী নেত্রী’ বলে শুভেচ্ছাও জানিয়েছিলেন চিরাগ। এবার সংসদে ধরা পড়ল দুই বন্ধুর বিশেষ মুহূর্ত। দুজনের মুখেই যেন হাসি বাধ মানছে না। বিহারের হাজিপুর কেন্দ্র থেকে ৫৩ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়েছেন রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ। লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ ৬ লক্ষের বেশি ভোটে জিতেছেন লোকসভা ভোটে। অন্যদিকে বিজেপির টিকিটে ৫ লক্ষেরও বেশি ভোটে জিতে সাংসদ পদে বসতে চলেছেন হিমাচলের ভূমিকন্যা। জীবনের নতুন অধ্যায়ে কি নতুন কোনও সম্পর্ক তৈরি হচ্ছে? কঙ্গনা -চিরাগকে নিয়ে এমনটাই জল্পনা শুরু হয়েছে।
সূত্র : এনডিটিভি