ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্র্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ জুন ২০২৪, বুধবার

সিলেটের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন ‘সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন’ (রেজি: নং- বি-১৪১৮) এর ২০২৪-২০২৭ সেশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ১৫টি পদে আগামী ২৭শে জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমা পুরাতন স্টেশন রোড বাবনা পয়েন্টস্থ প্রধান কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শ্রী রনজিত দত্ত। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। তফসিল অনুযায়ী ২৬শে জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি এবং ওইদিন বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত আপত্তির নিষ্পত্তি করা হবে। ৪ঠা জুলাই সকাল ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ ও ৬ই জুলাই সকাল ১০টা হতে বিকাল ৪টা মনোনয়ন ফরম বিক্রি হবে। ৭ই জুলাই সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেয়া হবে। ৮ই জুলাই সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন বাছাই করা হবে। ওইদিন বেলা ১টা হতে ৩টা পর্যন্ত বাছাইয়ে বাতিলকৃত মনোনয়নের ব্যাপারে লিখিত আপিল গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
এদিনই বিকাল ৪টায় আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ৯ই জুলাই সকাল ১০টা হতে বিকাল ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ওইদিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১০ই জুলাই বেলা ২টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৭শে জুলাই সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ সুরমার মোগলাবাজার পারাইরচকস্থ সিলেট জেলা ট্রাক টার্মিনালে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১৫টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পদগুলো হলোÑ সভাপতি (১টি), কার্যকরী সভাপতি (১টি), সহ-সভাপতি (১টি), সাধারণ সম্পাদক (১টি), যুগ্ম সাধারণ সম্পাদক (১টি), সহ-সাধারণ সম্পাদক (১টি), সাংগঠনিক সম্পাদক (১টি), প্রচার সম্পাদক (১টি), কোষাধ্যক্ষ (১টি), সদস্য কার্যকরী কমিটি (৬টি)। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী এবং সুন্দর ভোট আয়োজনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন উপ-পরিষদ ২০২৪-এর প্রধান নির্বাচন কমিশনার শ্রী রনজিত দত্ত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন উপ-পরিষদ একটি সফল নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান তিনি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status