ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রায়পুরায় মেঘনা নদীর বাঁধ ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
২৯ জুন ২০২৪, শনিবার

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নে মেঘনা নদী রক্ষা বাঁধে আবার ভাঙন দেখা দিয়েছে। এতে নদীর পাড়ের মানুষের মাঝে আতঙ্গ বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘনা নদীর ভাঙন এখনো অব্যাহত রয়েছে। বাঁধের ৭০ মিটার অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে।  হুমকিতে রয়েছে বাকি বাঁধসহ সরকারি স্থাপনা, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, বাড়িঘর, ফসলি জমিসহ কয়েকশ’ পরিবার। 
বাঁধ এলাকা পরিদর্শনে আসেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। সময় তারা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশনা দেন।
জানা গেছে, ৬২ কোটি টাকা ব্যয়ে উপজেলার চরমধুয়া ইউনিয়নে এক হাজার ৭০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। নির্মাণের সময় ২০২২ সালের ৮ই জুন বাঁধের ১০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। চলমান ভাঙনে বাঁধটির ৭০ মিটার অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বাঁধে ফাটল দেখা দেয়। পরে দেড় ঘণ্টা চলে ভাঙন।

বিজ্ঞাপন
ওই সময় ভাঙন আতঙ্কে অনেক পরিবার তাদের বাড়ির আসবাব ও গবাদিপশু সরিয়ে নেয় বলে জানায় তারা। নরসিংদী পাউবোর সহকারী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ জানান, বাঁধ মেরামতের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status