ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দাউদকান্দি পৌরসভার নতুন বছরের বাজেট ঘোষণা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :

(২ দিন আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ১০:১৫ অপরাহ্ন

mzamin

দাউদকান্দি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে পৌরসভার হল রুমে এই বাজেট ঘোষণা করা হয়। দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এই বাজেটের আকার ধরা হয়েছে ৩৫ কোটি ৩১ লক্ষ ৪৮ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৮৭ লক্ষ ৬০ হাজার টাকা। বাজেট জের (উদ্ধৃত্ত) ধরা হয়েছে  ৪ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার টাকা। বাজেটে নতুন করারোপ করা হয়নি। বাজেটে আয়ের খাত ধরা হয়েছে লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, হাট-বাজার, ও সিএনজি স্ট্যান্ড ইজারাসহ বিভিন্ন আয়ের উৎসখাতসমূহ। বাজেট ঘোষণা কালে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন আশা প্রকাশ করে বলেন, বাজেট জনকল্যাণমুখী করার জন্য সব ধরনের প্রয়াস নেওয়া হয়েছে। এতে করে পৌরবাসী নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে। তিনি দাউদকান্দি পৌরসভাকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ করতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা স্থানীয় সাংবাদিকদের নিকট তুলে ধরেন।

বিজ্ঞাপন
এবং বাজেট পরবর্তী সময়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মেয়র নাইম ইউসুফ সেইন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, প্যানেল মেয়র এমেল সরকার, রকিব উদ্দিন রকিব, উপসহকারী প্রকৌশলী এইচ. এম. কামরুজ্জামান,  কাউন্সিলর আব্দুল হক, বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার, দেলোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, শাকিব আহমেদ, মহিলা কাউন্সিলর নূরুন্নাহার, লাভলী আক্তার, ইঞ্জিনিয়ার সেকশনের কার্য সহকারী মো: আব্দুল আহাদসহ আরো অনেকে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status