ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চিরিরবন্দরে রাস্তা নির্মাণে ধীরগতি

যানবাহন-পথচারীদের দুর্ভোগ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
৩ জুলাই ২০২৪, বুধবার

দিনাজপুরের চিরিরবন্দরে কংক্রিটের রাস্তা নির্মাণে ঠিকাদারের ধীরগতির কাজের ফলে চলাচলকারী যানবাহন-পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। 
সরজমিন জানা যায়, ঠিকাদার অর্ধেক রাস্তা ঢালাই দিয়ে লাপাত্তা হয়েছে। এ ছাড়াও ধীরগতির কাজের ফলে সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উপজেলার ঘুঘুরাতলী বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল জানান, এখানে ১ মাসে রাস্তার উভয়পাশে কাজ শেষ করা সম্ভব। কিন্তু ৬ মাস ধরে একপাশে একটু কাজ করে ঠিকাদার লাপাত্তা হয়েছে। এটি উপজেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততম রাস্তা। এখানে ১১টি উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দেশের বিভিন্ন জেলার অন্তত ১২ হাজারের অধিক শিক্ষার্থী আবাসিক থেকে পড়াশোনা করছেন। রাস্তার বেহাল দশার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশ দিয়ে যানজট খুলতে প্রায় ঘণ্টা দুয়েক সময় লেগে যায়। অটোচালক মোকলেছুর রহমান জানান, রাস্তার একপাশে অল্প কয় মিটার ঢালাই দিয়ে ঠিকাদার আর আসেনি।

বিজ্ঞাপন
বাকি অর্ধেক রাস্তায় বৃষ্টির পানির কারণে গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই অবস্থায় আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কয়েকজন অনাবাসিক শিক্ষার্থী বলেন, ভাঙাচুরা কর্দমাক্ত রাস্তার কারণে ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। ওই অবস্থায় সারাদিন ক্লাস করে বাড়িতে ফিরতে হয়। শিক্ষার্থী মাহবুবা মোরশেদ মিমু বলেন, রাস্তার ধীরগতির কাজের কারণে আমরা চরম দুর্ভোগের শিকার হচ্ছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হয়েছে ও হচ্ছে। এ কাজটি উপজেলার আওতাভুক্ত নয়। যানজট এড়াতে ৬ জন আনসার সদস্য দেয়া হয়েছে। কাজটি কবে শেষ হবে এ বিষয়ে কথা বলতে ঠিকাদারের লোকজনসহ কাউকে পাওয়া যায়নি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status