ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সাতক্ষীরায় অনলাইন জুয়ার ফাঁদে যুবক, বেড়েছে চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
১ জুলাই ২০২৪, সোমবারmzamin

সাতক্ষীরা জেলাব্যাপী সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়া মারাত্মক আকার ধারণ করেছে। জুয়া মূলত একটি প্রতারণার ফাঁদ। তাদের এই প্রতারণার ফাঁদে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ। একবার এই ফাঁদে প্রবেশ করলে বের হয়ে আসা কঠিন। সাধারণ মানুষ মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে জুয়া খেলার টাকা লেনদেন করছেন। এই জুয়া সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে নতুন রূপ পেয়েছে। অনলাইনে জুয়ার অ্যাপ্‌সের সহজলভ্যতার কারণেই দিনদিন বেড়েই চলেছে এর সংখ্যা।
অনলাইন জুয়ায় আসক্ত বেশির ভাগই স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ প্রজন্ম, যা আমাদের জন্য একটি অশনিসংকেত। অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়ার ফাঁদ পাতা হয়। লোভ দেখানো হয় একদিনেই লাখপতি হওয়ার। এসব ফাঁদে পা দিচ্ছেন উঠতি বয়সী তরুণ, বেকার যুবকেরা।

জুয়ায় আসক্তদের নিয়ে চরম অশান্তিতে রয়েছে পরিবারগুলো।

বিজ্ঞাপন
টাকার জন্য তারা স্বজন ও স্থানীয়দের কাছ থেকে ধার করছে। এ টাকা পরিশোধ করতে না পারায় পরিবারকে হেনস্তার মুখে পড়তে হচ্ছে। চুরির মতো অপরাধেও জড়াচ্ছে জুয়াড়িরা।
একাধিক অনলাইন বেটিং অ্যাপ্‌সে প্রবেশ করে দেখা যায়, প্রথমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাপ্‌সের অ্যাকাউন্টে টাকা লোড করা হয়। কখনো স্থানীয় এজেন্টদের মাধ্যমেও জুয়ার টাকা লেনদেন হয়। এই জুয়ায় আসক্ত কাটিয় মাস্টার পাড়ার ভ্যানচালক সিরাজুল ইসলামের স্ত্রী টগর জানান, তার স্বামী এই জুয়ার কারণে ঋণী হয়ে বাড়ি ছাড়া। সমিতি ও আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে জুয়া খেলে নিঃশ্ব হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আছেন। আমি অসহায় জীবন-যাপন করছি। আমি চাই এই জুয়ার ফাঁদে আর কেউ পা না দেয়।

আশাশুনির রফিকুল ইসলাম বলেন, তার ২০ বছর বয়সের নাতি অনলাইন জুয়ায় আসক্ত। নিজবাড়ি থেকে জুয়ার টাকা জোগাতে না পেরে গত সপ্তাহে চাচার ঘর থেকে ২০ হাজার টাকা গোপনে নিয়ে যায়।

দেবহাটার একজন চাকরিজীবী আয়ের আশায় অনলাইন জুয়ার খপ্পড়ে পড়ে কয়েক লাখ টাকা হেরেছেন। ঋণ করা টাকায় জুয়া খেলে ঋণের টাকা পরিশোধ না করতে পেরে বেসরকারি চাকরি ছেড়ে এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন। কালিগঞ্জ বন্দকাটি এলাকায় একজন দোকানদার ১৮-২০ লাখ টাকা হেরে নিঃস্ব হয়ে গেছে। তাছাড়া অনেক দিনমজুর লাভের আশায় প্রতিনিয়ত অনলাইন জুয়া খেলে যাচ্ছেন। এই জুয়া বন্ধ করতে মাদক বন্ধে সরকারি হস্তক্ষেপ যেমন ছিল, অনলাইন জুয়ার ক্ষেত্রেও তেমন ভূমিকা রাখা প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ, আদর্শ সমাজ, বিবেকবান, সচেতন ও উদ্যমী তরুণদের নিয়ে জাতিকে উন্নত ও সোনার বাংলা গঠন করতে এই অনলাইন জুয়ার আগ্রাসন দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status