ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

তালায় ড্রাগন চাষে সফল চায়না ঘোষ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
২৯ জুন ২০২৪, শনিবারmzamin

দুর্বারগতিতে এগিয়ে চলেছে নারীরা। পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এমনকি সংসারের হালও ধরছেন। জীবন সংগ্রামের সারথি এমনই একজন নারী সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের চায়না রানী ঘোষ। ড্রাগন চাষ করে তিনি সফলতার মুখ দেখেছেন। অল্প সময়ে টক-মিষ্টি স্বাদের ড্রাগন চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন এই নারী কৃষি উদ্যোক্তা।
সাতক্ষীরা অঞ্চলের কৃষিতে নতুন ড্রাগন ফসল চাষকে তিনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ২০২২ সালে দুইবিঘা জমিতে চাষাবাদ শুরু করেন। তার বাগান ঘুরে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। প্রতিটি গাছে ঝুলছে তিন থেকে চারটি করে কাঁচা, পাকা ও আধাপাকা ড্রাগন। বাগানে কাজ করছিলেন ২-৩ জন শ্রমিক। তাদের মধ্যে কয়েকজন গাছ থেকে পাকা ফল সংগ্রহ করছিলেন। অন্যরা ড্রাগন গাছের গোড়া পরিষ্কার করছিলেন।

বিজ্ঞাপন
প্রায় পাঁচ ফুট উচ্চতার প্রতিটি কংক্রিটের খুঁটি পেঁচিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন ফলের গাছ। ২ বিঘা জমিতে ৩৩০টি খুঁটি রয়েছে। একটি খুঁটি থেকে অন্য খুঁটির দূরত্ব সাত ফুট দৈর্ঘ্য এবং ছয় ফুট প্রস্থ।
বর্তমানে তার বাগন থেকে ড্রাগন ফল সাতক্ষীরা জেলা শহর ও পাটকেলঘাটা বাজারে যাচ্ছে। কেজিপ্রতি ড্রাগন ফল পাইকারি ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। ড্রাগন ফল চাষে অনেক খরচ হলেও এটি অনেক লাভজনক ফসল বলে মনে করেন তিনি। চায়না ঘোষ জানান, নতুন ফসল হিসেবে ড্রাগন চাষ শুরু করলে অনেকেই বিষয়টি নিয়ে আমাকে উপহাস করতো। কারণ ধান চাষ না করে এ ফল চাষ করে কোনো লাভ হবে না বলে অনেকেই তখন বলেছিল। কিন্তু আমি থেমে থাকেনি। আমি যখন ড্রাগন চাষ শুরু করি তখন উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তারা আমাকে পরামর্শ দিয়ে ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে। আমি সাহস নিয়ে চাষ শুরু করি। এখন বেচা-বিক্রি খুব ভালো অন্য বছরের তুলনায় দাম কম থাকলেও সিজনের শুরুতে ভালো দামে বিক্রি হয়। আমার পরিবারের সদস্যরা আমাকে চাষের কাজে অনেক সহযোগিতা করে। এখন আমি স্বাবলম্বী, পরিবার পরিজন নিয়ে ভালো আছি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status