ঢাকা, ২৯ জুন ২০২৪, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বাংলারজমিন ডেস্ক
২৬ জুন ২০২৪, বুধবার

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নলডাঙ্গায় ২, চিরিরবন্দর, শ্যামনগর ও নবাবগঞ্জ একজন রয়েছেন। এ ছাড়া কোটচাঁদপুরে ট্রেনলাইন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে- নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গা সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মুক্তাদির আলম নামে নওগাঁ বিজিবিতে কর্মরত মাগুরার বাসিন্দা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দশমাইল-সৈয়দপুর মহাসড়কে কোচের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (২৩) নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় দশমাইল-সৈয়দপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহর মোড় নামক স্থানে ঘটেছে। 
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এবাদুল হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একজন গুরুতর আহত হন। মঙ্গলবার (২৫ জুন)) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের জাহাজঘাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত এবাদুল হোসেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আজিজ শেখের ছেলে।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, নবাবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রুহি আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
তিনি উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের প্রবাসী রুহুল আমিনের মেয়ে ও শোল্লা স্কুল এন্ড কলেজের ছাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শোল্লা থেকে ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলেন রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status