অনলাইন
পরীমনির সঙ্গে সম্পর্কের জের
বাধ্যতামূলক অবসরে সাকলায়েন
অনলাইন ডেস্ক
(৭ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে সম্পর্কের জেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত ১৩ই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খালা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য দরখাস্ত করা হয়।
পাঠকের মতামত
যে সরকারী দায়িত্বে আছে তার অবশ্যই একটা মাত্রা জ্ঞান থাকা বাঞ্ছনীয় ছিল। আচার আচরন সীমার মধ্যে থাকা উচিত ছিল। বিষয়টি খুবই দুঃখজনক।
Injustice
রক্ষক যখন ভক্ষক হয়।
যাক শেষ মেস বলার মতো একটা পানিশমেন্ট হয়েছে। শুধু তদন্ত কমিটিতেই সব শেষ হয় নাই। কেউ কেউ পরীমনির শাস্তির দাবি করতে পারেন। কিন্তু আমি করি না। সমাজের অনেক মানুষ মিলেই তাদের মজ মাস্তির জন্যই তাকে তৈরি করেছে। সুতরাং সে যা করতে পারে করেছে, সেটাই তার স্বভাব। কিন্তু রাস্ট্রের একজন শিক্ষিত উচ্চপদস্থ কর্মকর্তার তার নিজের দায়িত্বজ্ঞান থাকা বাঞ্চনীয়।
সে তার শাস্তি পেলো কিন্তু আরেকজন যে নিজেকে উজাড় করে দিয়ে একের পরে এক পুরুষ কে শেষ করে দিসসে তার কি হবে।