অনলাইন
পিটার হাসসহ ৩ রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৪ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঢাকায় নিযুক্ত অন্যান্য বিদেশি কূটনীতিকদের উপস্তিতিতে ব্রুনাই এর রাষ্ট্রদূত এবং কূটনৈতিক কোরের ডিন হাজী হারিস বিন ওসমান তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকাস্থ সিঙ্গাপুর হাই কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (আগের টুইটার) লিখেছেঃ
আজ আমরা প্রিয় তিন সহকর্মীকে বিদায় জানাই; সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ, ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত ও হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি এবং যুক্তরাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত পিটার হাস। আমরা তাদের শুভকামনা জানাই! এছাড়াও মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কিউকে উষ্ণ স্বাগত জানাই।