ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ, অমান্য করলে জরিমানা

মানবজমিন ডেস্ক

(৭ মাস আগে) ২২ জুন ২০২৪, শনিবার, ৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩২ অপরাহ্ন

mzamin

এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাজিকিস্তানে হিজাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ দেশটির শতকরা ৯৬ ভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। সেখানে হিজাবকে ‘এলিয়েন গার্মেন্ট’ বা অনাহূত, আগন্তুক পোশাক বলে অভিহিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা যারা অমান্য করবেন তাদের বিরুদ্ধে বড় রকমের জরিমানার বিধান করা হয়েছে। একই সঙ্গে ঈদের দিনে বড়দের কাছ থেকে শিশুরা যে ‘ঈদি’ বা ঈদ সেলামি পায় সেই রীতিও নিষিদ্ধ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়, মধ্য এশিয়ার এ দেশটি নিজেদেরকে ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচয় দিতে চায়। এ জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি। এর মধ্যে শতকরা কমপক্ষে ৯৬ ভাগই মুসলিম। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রেহমন হিজাবকে একটি আগন্তক পোশাক হিসেবে অভিহিত করেছেন। সৌদি আরবে নারীদের বোরকা, হিজাব নিষিদ্ধ করার যে বিল আনা হয়েছে, তাতে সম্মতি দিয়েছেন। যারা এই আইন লঙ্ঘন করবেন তাদেরকে আট হাজার থেকে ৬৫ হাজার সোমোনি (স্থানীয় মুদ্রা) জরিমানা করা হবে। এই অর্থ ভারতীয় মুদ্রায় ৬০,৫৬০ রুপি থেকে ৫ লাখ রুপি। সরকারি কর্মকর্তা এবং ধর্মীয় কর্তৃপক্ষ- যারা এই আইন মেনে চলতে ব্যর্থ হবেন তাদেরকে আরও বেশি জরিমানা করা হবে। এই জরিমানার অংক ৩ লাখ থেকে ৫ লাখ সোমোনি। এক্ষেত্রে রিপোর্টে তাজিক বার্তা সংস্থা এশিয়া-প্লাস নিউজকেও উদ্ধৃত করা হয়েছে। অতিরিক্ত খরচে বিধিনিষেধ সংক্রান্ত আইনেও স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ইমোমালি রেহমন। ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং নওরোজ উৎসবের সময় ‘ঈদি’ রীতিকেও নিষিদ্ধ করা হয়েছে। দেশটির রিলিজিয়ন কমিটির প্রধান সুলাইমান দাভলাতজোদা স্থানীয় রেডিও ওজোদিকে বলেছেন, ঈদি বন্ধের কারণ হলো- এর মধ্য দিয়ে পবিত্র রমজান ও ঈদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ও যথাযথ শিক্ষা নিশ্চিত করা। তাজিক প্রেসিডেন্ট যে বিবৃতি দিয়েছেন তাতে বলা হয়েছে, প্রাচীন জাতীয় সংস্কৃতিকে রক্ষা করার উদ্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে সরকারের এমন উদ্যোগের সমালোচনা করেছে মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো এবং মুসলিমদের অধিকার বিষয়ক গ্রুপগুলো। এর আগে অনানুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা ছিল। ফলে দীর্ঘদিন ধরে হিজাব ইস্যুতে সমালোচনার মুখে ছিল ইমোমালি রেহমনের শাসকগোষ্ঠী। তারা হিজাবকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি হুমকি হিসেবে দেখে। একই সঙ্গে মনে করে এটা হলো বিদেশি সংস্কৃতির প্রভাবের একটি প্রতীক হিসেবে। ২০১৫ সালে হিজাবের বিরুদ্ধে প্রচারণা শুরু করেন প্রেসিডেন্ট ইমোমালি। তখন এই পোশাককে তিনি বলেন, এটা হলো শিক্ষার খুব নাজুক লক্ষণ এবং অসভ্যতা। তাজিকিস্তানের শিক্ষা মন্ত্রণালয় ২০০৭ সালেই ইসলামিক পোশাক এবং শিক্ষার্থীদের জন্য পশ্চিমা স্টাইলের মিনিস্কার্ট নিষিদ্ধ করে। এরপরই শুরু হয় হিজাবের বিরুদ্ধে দমনপীড়ন। পরে এই নিষেধাজ্ঞা সব সরকারি প্রতিষ্ঠানে বিস্তৃত করা হয়। ওদিকে কসোভো, আজারবাইজান, কাজাখস্তান এবং কিরগিজস্তানসহ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও স্কুল, ইউনিভার্সিটিতে শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তাদের জন্য বুরকা ও হিজাব নিষিদ্ধ করেছে।

পাঠকের মতামত

এটা কোন মুসলিম দেশ হতে পারে না।

SHUVO
২৩ জুন ২০২৪, রবিবার, ৩:১৭ অপরাহ্ন

আমাদের দেশের সাংবাদিকদের এত পতন ইন্ডিয়ান পত্রিকা থেকে হায়ার করে খবর পরিবেশন করতে হয়। আসলে এরা সাংবাদিকের আড়ালে ভারতপ্রেমী। মনে প্রাণে ভারতকে লালন করে শুধুমাত্র টাকা ইনকামের জন্য বাংলাদেশে বসবাস করে। ভারতের পত্রিকার হুবহু কপি। যেখানে জরিমানার টাকার অঙ্কটাও বাংলাদেশি মুদ্রা বলতে ভুলে গেছে ওটাও ইন্ডিয়ান রুপি বলে চালিয়ে দিয়েছে। চুরিও তো করতে জানে না। অত্যন্ত জরিমানার অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় বললে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। হায়রে সাংবাদিকতা!

imran
২৩ জুন ২০২৪, রবিবার, ১:০১ অপরাহ্ন

এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস। হা হা হা

কামরু
২৩ জুন ২০২৪, রবিবার, ৪:৫০ পূর্বাহ্ন

এই দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিলো। সকল ধর্মের উপর বিধিনিষেধ ছিলো ৭০ বছরেররও বেশি। এই দেশগুলোতে খুব কম নারীই বোরকা/হিজাব পরে।

Wazeeh Tausif
২৩ জুন ২০২৪, রবিবার, ৩:০০ পূর্বাহ্ন

কেমন ৯৬%? এতো পার্সেন্ট মুসলিম থাকলে, সেখানে এমন আইন পাশ হয় কি করে?

আবু মুয়ায আনাস বিন
২২ জুন ২০২৪, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

নাস্তিকদের আয়ু দ্রুত কমিয়ে আসছে। পতনের তারা অনেক কুকর্ম করে। বাধ্য করে। জুলুমবাজদের নাকের ডগায় আল্লাহ’র মুজাহিদ তালেবান। শোষকদের পতনে আশা করি ২ দশক লাগবে না।

Azad Abdullah Shahid
২২ জুন ২০২৪, শনিবার, ৬:৪২ অপরাহ্ন

৯৬% মুসলিমের দেশে এসব অপকর্ম বন্ধ করা হোক।

ইরফান
২২ জুন ২০২৪, শনিবার, ৪:৫৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status