বাংলারজমিন
দাউদকান্দিতে এমপির অর্থ সহায়তা প্রদান
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
(১০ মাস আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ৭:৩৬ অপরাহ্ন

দাউদকান্দিতে আর্থিকভাবে অসচ্ছলদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দাউদকান্দি উপজেলা পরিষদের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করেন কুমিল্লা - ১ আসন (দাউদকান্দি-তিতাস উপজেলা) এর সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর। অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব, পৌরসভার মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, উপজেলা প্রশাসনের সিএ আলমগীর কবির চৌধুরীসহ আরো অনেকে।