বিনোদন
ঈদে ১৪ গান নিয়ে সামজ
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২২, শনিবার
আসছে ঈদ উপলক্ষে ১৪ গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের ব্যস্ত সংগীতশিল্পী সামজ ভাই। এরমধ্যে বিভিন্ন ব্যানার থেকে প্রকাশ হবে তার গান। ঈদে জি- সিরিজ থেকে প্রকাশ হবে অমিত করের সুর-সংগীতে সামজের গান ‘বোবা কষ্ট’। ঈগল মিউজিক থেকে প্রকাশ হচ্ছে তার ‘কি যাদু’ শিরোনামের একটি গান। লালন মাহমুদের কথায় এর সংগীত আয়োজন করেছেন অংকুর মাহমুদ। অন্যদিকে সিডি চয়েস থেকে প্রকাশ হবে এ গায়কের নতুন গান ‘রূপনগরের রানী’। এ গানটি কাজী শুভর সঙ্গে যৌথভাবে গেয়েছেন সামজ। বেশ ব্যতিক্রমী আয়োজনে করা হয়েছে গানটি। এছাড়া নিজের ইউটিউব চ্যানেল ‘সামজ ভাই অফিসিয়াল’ এ প্রকাশ হবে ‘তুমি হীনা বড্ড একা’ শিরোনামের গান। এছাড়াও সংগীতা থেকে ‘যারে যা পাখি’ শিরোনামের একটি গান প্রকাশ হবে। নিজের ঈদের গান বিষয়ে সামজ বলেন, যে গানগুলো করেছি বেশ ভালো হয়েছে। একেকটি গান এক এক রকম। পুরনো কোম্পানির বাইরেও নতুন কিছু প্ল্যাটফরম থেকে বেশ কয়েকটা গান আসবে আমার। সব মিলিয়ে প্রায় ১৪টির মতো গান ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হচ্ছে আমার। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।