বাংলারজমিন
উখিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
(৮ মাস আগে) ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৮:১২ অপরাহ্ন

উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাংবাদিক রাসেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার।
উখিয়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আলমের সঞ্চালনায়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, থানার ওসি শামীম হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, উখিয়া হাসপাতালে আরএমও ডাঃ সাজেদুল ইমরান শাওন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শাহ আলম, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহে আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন,, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ, , অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রশিদ, উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়া।