ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কুমিল্লার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হলেন দাউদকান্দির জিয়াউর

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারmzamin

জাতীয় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান। তিনি জেলার ১৭টি উপজেলার ১৭ জন ভূমি কর্মকর্তার মধ্যে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে নির্বাচিত পুরস্কারটি তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খন্দকার মুশফিকুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- উপ-পরিচালক (স্থানীয় সরকার) কুমিল্লা, এস এম গোলাম কিবরিয়া। পুরস্কার প্রাপ্তিতে সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, এই পুরস্কার প্রাপ্তিতা আমাকে পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি দায়িত্ববান ও গতিশীল করবে। সাধারণ জনগণকে আরও বেশি স্মার্ট ভূমিসেবা দানে প্রেরণা জোগাবে। তিনি তার এই পুরস্কার প্রাপ্তিতার জন্য দাউদকান্দির জনগণ ও তার ভূমি অফিসের কর্মচারী-কর্মকর্তাদের ধন্যবাদ জানান। জিয়াউর রহমান আরও বলেন, সকলের পরিশ্রম ও আন্তরিকতার ফলে দাউদকান্দি উপজেলা ভূমি অফিস তথা আমি এ পুরস্কার পেয়েছি। স্মার্ট ভূমিসেবা প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই পুরস্কার আমাকে আরও বেশি অনুপ্রাণিতও করবে। এদিকে তার পুরস্কার প্রাপ্তিতে দাউদকান্দির নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মো. জিয়াউর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status