বাংলারজমিন
মৌলভীবাজারে ইমাম-মুয়াজ্জিনদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভা এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসাবে আর্থিক সহায়তা ও নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌরসভার কনফারেন্স হলে মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক। এ সময় প্রধানমন্ত্রী ও পৌরসভার পক্ষ থেকে ২২০ জন ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার ও প্রতিটি মসজিদের জন্য একটি করে বিন দেয়া হয়। সভা শেষে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার তুলে দেন।