বিশ্বজমিন
আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হান্টার, আদালতের রায়কে সম্মান করার প্রতিশ্রুতি বাইডেনের
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এক্ষেত্রে ছেলের আদালতের রায়কে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হান্টারের দোষী সব্যস্ত হওয়া প্রেসিডেন্টের সন্তানের প্রথম ফৌজদারি বিচার বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, অস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য প্রদানসহ তিনটি অভিযোগের সত্যতা পেয়েছে ডেলাওয়ারের ১২ জন সরকারি কৌঁসুলিদের একটি দল। তাদের অভিযোগ ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন বাইডেন পুত্র। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসিক্ত নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। পরে ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও। তবে এক্ষেত্রে আদালতের রায় মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যেকোনো সাজা মওকুফের ক্ষমতা রাখেন। তবে নিজপুত্রের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ না করার কথা আগেই জানিয়েছিলেন বাইডেন। এক্ষেত্রে আদালত হান্টার বাইডেনকে সাজা দিলে তাকে সেই সাজা ভোগ করতেই হবে। এক্ষেত্রে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে জো বাইডেনের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি গত দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কের একটি আদলতে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। অদালতের এসব রায়ে আগামী নির্বাচনের ভোটে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।