খেলা
লজ্জার রেকর্ডে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ছাড়িয়ে শীর্ষে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, মঙ্গলবারলক্ষ্যটা ছিল মাত্র ১২০ রানের। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সেটাও করতে পারেনি পাকিস্তান। জাসপ্রিত বুমরাহর তোপে ১১৩ রানেই থামে তারা। ফলে ৬ রানে হারে পাকিস্তান। এতে করে লজ্জার এক রেকর্ডে নাম লেখাল বাবর আজমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো এক প্রতিপক্ষের কাছে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা তাদের নামের পাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৭ বার হেরেছে পাকিস্তান। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে টাই হওয়া ম্যাচগুলোও। ২০০৭ সাল থেকে দু’দল এ পর্যন্ত ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে, পাকিস্তান জিতেছে ১টিতে। নির্দিষ্ট প্রতিপক্ষ বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের হার ৬টি করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সর্বোচ্চ ৬টি ম্যাচ হেরেছে পাকিস্তানের কাছে, ওয়েস্ট ইন্ডিজের সমানসংখ্যক হার শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান-ভারতের মতো বিশ্বকাপে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজও ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ৮ ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে ক্যারিবীয়ানরা, তবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের কোনো জয় নেই। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তানের মতো বিশ্বকাপে অজিদের বিপক্ষেও কোনো জয় নেই লাল সবুজের প্রতিনিধিদের।