খেলা
ভারত পাকিস্তান ম্যাচে ছিলেন ইমরান খানও
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, মঙ্গলবারপাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে ভারত-পাকিস্তান ম্যাচে উড়ে গেছে প্রাইভেট বিমান। ফেব্রুয়ারি থেকে জেলবন্দি ইমরানের মুক্তির দাবি সংবলিত ওই বার্তায় লেখা ছিল ‘ইমরান খানকে মুক্তি দাও।’ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রোববারের এই ম্যাচে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। স্টেডিয়ামে সরাসরি রাজনৈতিক কোনো ব্যানার না দেখা গেলেও আকাশে উড়ে যায় বার্তা সংবলিত এই বিমান। পাকিস্তানের ক্রিকেটের অবিচ্ছেদ্য নাম ইমরান খান। দেশটির ইতিহাসে একমাত্র বিশ্বকাপ এসেছে তারই হাত ধরে। ১৯৯২ সালে ইমরান খানের অধিনায়কত্বের পর অনেকেই অধিনায়ক হয়েছেন পাকিস্তান ক্রিকেটে। তবে তাদের কেউই বিশ্বক্রিকেটে পাকিস্তানের সেই দাপট এনে দিতে পারেননি। একজন অলরাউন্ডার হিসেবেও ইমরান ছিলেন অনবদ্য। ক্রিকেটের এই ইমেজকেই কাজে লাগিয়ে পরবর্তীতে পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন ইমরান। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফকে নিয়ে দেশটির রাজনীতিতে বড় এক জোয়ার তৈরি করেছিলেন। যদিও রাজনৈতিক অস্থিরতায় দেশটিতে পূর্বের প্রধানমন্ত্রীদের মতোই ভাগ্যবরণ করতে হয় ইমরান খানকে। নিজের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয় জনপ্রিয়তার শিখরে থাকা এই প্রধানমন্ত্রীকে। এমনকি পরবর্তীতে তার দলের নির্বাচন করার ক্ষমতা কেড়ে নেয়া হয়। আর ইমরানকে পাঠানো হয় জেলে। সেই ইমরানকেই এবার পাকিস্তান-ভারতের বিগ ম্যাচে স্মরণ করলো একজন পাকিস্তানি। যদিও ওই প্রাইভেট বিমানের মালিকের নাম জানা যায়নি। ম্যাচ শুরুর ঠিক আগে ইমরান খানের মুক্তি চেয়ে বার্তা বহন করা একটি ব্যানারসহ এই বিমান উড়ে যায়। আইসিসির নিয়ম অনুযায়ী মাঠে কোনো প্রকার রাজনৈতিক বার্তা নিয়ে হাজির হওয়া যাবে না। তবে খেলা চলাকালে আকাশে এমন নিয়ম প্রযোজ্য না। লাস্ট ওভারে গড়ানো থ্রিলিং এই ম্যাচে পাকিস্তানের হারের পাশাপাশি এই ব্যানার নিয়েও আলোচনা চলছে পাকিস্তানে। পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের দল সর্বশেষ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়েও ক্ষমতায় বসতে পারেনি।