খেলা
ব্রাজিলিয়ান তারকার সঙ্গে বর্ণবাদী আচরণ; ৩ দর্শকের জেল
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, মঙ্গলবার
ব্রাজিলের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে ৮ মাসের জেল হয়েছে ৩ দর্শকের। স্পেনিশ লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া সিএফের এই ৩ সমর্থক গত বছরের ২৩শে মে রিয়াল মাদ্রিদ তারকাকে কটুক্তি করেছিলেন। ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে করা কটুক্তির ফলে ওই ৩ দর্শককে শুধু জেল নয় একইসঙ্গে আর্থিক জরিমানা ও দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। লা লিগার ওই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিল ভ্যালেন্সিয়া। ম্যাচ শেষে কটুক্তির শিকার হন ব্রাজিলিয়ান তারকা। কটুক্তির পর স্পেনিশ কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলিয়ান তারকা বলেছিলেন, ‘লা লিগায় বর্ণবাদ সাধারণ ঘটনা, প্রায়ই এটা হয়।’ এরপর ঘটনাটি নিয়ে লীগ কমিটি তদন্তে নামে এবং অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনে। এই শাস্তির ফলে ভবিষ্যতে এমন করতে কেউ সাহস দেখাবে না উল্লেখ করে লা লিগা সভাপতি হাভিয়ের তেভেস বলেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধে এই বিচার একটি বড় খবর। এটা ভিনিসিয়ুস জুনিয়রের ভোগান্তি কমাবে এবং এটা তাদের জন্য স্পষ্ট বার্তা যারা ফুটবল স্টেডিয়ামে উত্যক্ত করতে যায়। লা লিগা তাদের চিহ্নিত করবে, অভিযোগ জানাবে এবং তাদেরও এমন পরিণতি হবে।’ সোমবার স্পেনের আদালত ভ্যালেন্সিয়ার ওই তিন সমর্থককে ক্রিমিনাল কোডের আর্টিকেল ১৭৩.১ এর অধীনে প্রাথমিকভাবে এক বছরের জেল ও স্টেডিয়ামে প্রবেশে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে অভিযুক্তরা অপরাধ মেনে নেয়ায় সেটি কমিয়ে ৮ মাসের জেল ও স্টেডিয়ামে প্রবেশে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।