অনলাইন
রিজার্ভ বাড়ানোর লক্ষ্য থাকলেও টাকার মান বাড়ানো হচ্ছে, যা বোধগম্য নয়: সিপিডি
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ৭ জুন ২০২৪, শুক্রবার, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

দেশে দীর্ঘদিন ধরে ডলার সংকট রয়েছে। এর প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমছে। সুতরাং বর্তমানে রিজার্ভ বৃদ্ধি করা মূল লক্ষ্য। তবে সেখানে টাকার মান বৃদ্ধি করা বোধগম্য নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ২০২৫ সালের জন্য গ্রস রিজার্ভ প্রাক্কলন করা হয়েছে ৩২ বিলিয়ন ডলার। গত ৫ই জুন রিজার্ভের পরিমাণ ছিলো ২৪ দশমিক ২ বিলিয়ন ডলার। অন্যদিকে আগামী বাজেটে ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১১৪ টাকা, যা গত ৫ই জুন ছিলো ১১৭ টাকা ৯ পয়সা। অর্থাৎ রিজার্ভ বাড়ানোর লক্ষ্য থাকলেও টাকার মান বাড়ানো হচ্ছে, যা বোধগম্য নয়।
তিনি বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলনে বাস্তবতাকে গুরুত্ব দেয়া হয়নি। এদিকে সরকারের বৈদেশিক ঋণ বাড়ছে, যার পরিমাণ আগামী অর্থ অর্থবছরগুলোতে আরও বাড়তে থাকবে।
রিজার্ভ বাড়ানোর লক্ষ্য থাকলেও টাকার মান বাড়ানো হচ্ছে, যা বোধগম্য নয়: সিপিডি
ফাহমিদা খাতুন বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিখাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুই বছর ধরে ৯ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি ১২ মাসের মধ্যে ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছু নয়।
পাঠকের মতামত
কালো টাকা যারা তৈরি করেন তারা এটা বাইরে নিয়ে ভোগবিলাস করেন। They always utilise black money for white……….